রাখাইনে ঢুকতে দেয়া হয়নি ইয়াংঘি লি কে

পপুলার২৪নিউজ ডেস্ক:
25মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাংশের বেশকিছু গ্রামে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংঘি লিকে ঢুকতে দেয়া হয়নি।

এ বিষয়ে দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নিরাপত্তাজনিত কারণে তাকে সেখানে ঢুকতে দেয়া হয়নি।

এদিকে রোববার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইয়াংঘি লিকে সরকারের পক্ষ থেকে প্রস্তুতকৃত রোহিঙ্গা মুসলিম সদস্যদের সঙ্গেই কেবল দেখা করানো হচ্ছে।

এসব কারণে লি’র তদন্ত কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে। মিয়ানমার সরকার কর্তৃক পরিচালিত নিপীড়নের সঠিক তথ্যও তিনি পাচ্ছেন না।

মিয়ানমারে লি’র ১২ দিনের সফরের অংশ হিসেবে রাখাইন রাজ্যে ৩ দিন অতিবাহিত করেন লি। এই রাজ্যেই রোহিঙ্গা মুসলিমদের বাস। দীর্ঘদিন যাদের কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। দারিদ্রতা, নিপীড়ন আর অত্যাচারের মুখেই যুগের পর যুগ টিকে আছে তারা।

তবে সম্প্রতি রাজ্যটিতে মিয়ানমার সেনাদের পরিচালিত অত্যাচারে উদ্বাস্তু হয়ে অন্য দেশে পালিয়ে গেছে লাখো রোহিঙ্গা।

তিনি হামলার শিকার মিয়ানমারের বর্ডার গার্ড পোস্টটিও পরিদর্শন করেছেন।

গত ৯ অক্টোবর থেকে রাখাইন রাজ্যের উত্তরাংশ কঠোর সেনা নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে সংঘবদ্ধ হামলার শিকার হয়ে বর্ডার পুলিশের ৯ জন সদস্য নিহত হয়। এরপর সেখানে পরিচালিত দমন-পীড়নে এখন পর্যন্ত চুরাশি থেকে চারশ’ রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে জাতিসংঘের তথ্যমতে, সরকারি নিপীড়নের কারণে ইতিমধ্যে ৬৫ হাজার রোহিঙ্গা সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাজে বোলিং ভুগিয়েছে: মুশফিক
পরবর্তী নিবন্ধটাইগারদের লজ্জার রেকর্ড