বিনোদন ডেস্ক:
গত বেশ কিছুদিন ধরেই মালদ্বীপে রয়েছেন চলতি প্রজন্মের নায়িকা অধরা খান। তবে কী কারণে সেখানে গেছেন বিষয়টি কাউকে তিনি জানাননি। সেখান থেকে মাঝে মধ্যে ছবি এবং ভিডিও আপলোড করছেন এ নায়িকা। এরই মধ্যে গুঞ্জন ওঠে সেখানে কী তবে কারও সঙ্গে ছুটি কাটাতে গেছেন নায়িকা? নাকি গোপনে কোনো শুটিংয়ে অংশ নিচ্ছেন? অধরার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তেমন কিছু স্পষ্ট করেননি। তৈরি করেছেন রহস্য। যদিও সংবাদমাধ্যমের চোখ এড়ায়নি বিষয়টি। এই রহস্য ভাঙতেই মালদ্বীপে যোগাযোগ করা হয় তার সঙ্গে। অধরার কথায় বোঝা গেল অনেকটা গোপনেই সেখানে শুটিং করছেন তিনি।
বিষয়টি নিয়ে রহস্য ভেঙে তিনি বলেন, সত্যি বলতে এখানে কাজের উদ্দেশ্যেই এসেছি। কাজের পাশাপাশি মালদ্বীপের অসাধারণ সৌন্দর্য্য উপভোগও করছি। এটা আসলে একটা বাইরের প্রজেক্ট। এখানে কাজের ক্ষেত্রে কিছু না বলার শর্ত রয়েছে। তাই এর বেশি কিছু বলা আমার পক্ষে এখন সম্ভব হচ্ছে না। তবে কাজটি শেষ করে আমি বিস্তারিত সবাইকে জানাবো। এদিকে দেশে এরই মধ্যে সৈকত নাসিরের ‘বর্ডার’ ছবির কাজ শেষ করেছেন অধরা। এছাড়াও অপূর্ব রানার ‘গিভ অ্যান্ড টেক’ এবং ‘উন্মাদ’ ছবির কাজও অনেকখানি শেষ করেছেন তিনি। অহিদুজ্জামান ডায়মণ্ডের ‘কোভিড নাইনটিন ইন বাংলাদেশ’ ছবির কাজও অধরার খুব দ্রুত আবার শুরু হওয়ার কথা রয়েছে।