রমিজ রাজা যেন বিতর্ক ছাড়া থাকতে পারেন না!

 পপুলার২৪নিউজ ডেস্ক:

সাবেক পাকিস্তানি ওপেনার রমিজ রাজ যেন বিতর্ক ছাড়া থাকতে পারেন না! বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে নানারকম কটুক্তি করে তিনি সমর্থকদের চক্ষুশুল। এবার ভারতীয় সমর্থকদের ক্ষোভের শিকার হলেন তিনি। এবার তার টার্গেট হয়েছে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। টেস্ট থেকে অবসর নেওয়ার পরও ধোনির সঙ্গে বিসিসিআই ‘এ’ গ্রেডের চুক্তি করে রেখেছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন রমিজ।

মিডিয়ার কাছে রামিজ রাখঢাক না করেই বলে দিয়েছেন, ‘টেস্ট ক্রিকেটকে যথার্থ সম্মান ও শ্রদ্ধার আসনে বসানো উচিত সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডেরই। বিশেষ করে এশীয় দেশগুলোয়। ভুলে গেলে চলবে না পাঁচদিনের টেস্টই কিন্তু সর্বোত্তম ক্রিকেট। ‘ এটা বলার পরই রামিজ হঠাৎ করেই টেনে আনেন ধোনি প্রসঙ্গ। সাবেক এই পাক ওপেনারের মাথায় ঢুকছে না ৫ দিনের ক্রিকেট থেকে সরে যাওয়ার পরও বিসিসিআই ধোনির সঙ্গে কোন যুক্তিতে পুরনো চুক্তিই বহাল রেখেছে!

ধোনিকে নিয়ে রমিজ বলেন, ‘এই যেমন ধোনির কথাই ধরুন। টেস্ট ক্রিকেট থেকে কবেই অবসর নিয়েছে। কিন্তু বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি অনুযায়ী ধোনি এখনও ‘এ’ গ্রেডের ক্রিকেটার। আমাদের শাহিদ আফ্রিদির ক্ষেত্রেও ঠিক এটাই ঘটেছিল। ‘

বাইশ গজে ভারত-‌পাক ক্রিকেটীয় দ্বৈরথের আঁচ বরাবরই গনগনে। এবার ক্রিকেট মাঠের বাইরেও রামিজের বক্তব্য নিয়ে ক্রিকেট অনুরাগীদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। ধোনির ভক্তরা একহাত নিচ্ছেন রমিজ রাজাকে। টুইটারে রমিজকে ট্যাগ করে একজন লিখেছেন, ‘প্লিজ রমিজ রাজা, তুমি জান না ধোনি কত বড় একজন ক্রিকেটার। আশা করি এখন থেকে কেবল নিজের দেশ নিয়ে ভাববে। ‘

অন্য একজন লিখেছেন, ‘আজকাল প্রচার পাওয়ার জন্য মানুষ কত কিছুই না করে! গ্রেট মানুষদের সম্পর্কে বাজে কথা বললে এখন আলোচনায় আসা যায়- এটা রমিজ রাজা ভালো করেই জানেন!’

পূর্ববর্তী নিবন্ধনরওয়েতে বায়ু বিদ্যুৎ উৎপাদনে গুগল
পরবর্তী নিবন্ধএইচআরডব্লিউর প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত: স্বরাষ্ট্রমন্ত্রী