রমনা বটমূল ঢাবি ক্যাম্পাসে জনস্রোত

রাজধানীর ঐতিহাসিক রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৬ শুরু হয়েছে। বর্ষকে বরণ করে নিতে রমনা, সোহরাওয়ার্দী উদ্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজারো নারী-পুরুষ ও শিশুর ঢল নেমেছে।

Romna

শনিবার রাতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের কারণে নববর্ষের প্রথম দিনটি শুরু হয় কি-না তা নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। কিন্তু আজ রোববারের সকালের আবহাওয়া গতকালের সম্পূর্ণ বিপরীত ছিল।

Romna

কাকডাকা ভোর হতেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ নববর্ষের পোশাক পরিধান করে রমনা উদ্যান অভিমুখে ছুটে আসেন। সময় যত গড়াতে থাকে মানুষের ভিড় তত বাড়তে থাকে।

Romna

নগরবাসীকে নববর্ষের অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের সুযোগ করে দিতে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ছিল চোখে পড়ার মতো।

রাজধানীর নীলক্ষেত, পলাশী, বকশিবাজার, কাটাবন মোড়সহ বিভিন্ন প্রবেশপথে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পূর্ব ঘোষণা অনুযায়ী কাউকে যানবাহন নিয়ে প্রবেশ করতে দেয়া হয়নি।

আনুমানিক সত্তর বছরের বৃদ্ধ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নিয়ামুল হাসান জানান, প্রতি বছর নাতি-নাতনি সঙ্গে নিয়ে বর্ষবরণ অনুষ্ঠান দেখতে আসেন।

পূর্ববর্তী নিবন্ধগুগলের ডুডলে পহেলা বৈশাখ
পরবর্তী নিবন্ধআজ পহেলা বৈশাখ