রমজান মাসে শেয়ারবাজারে লেনদেন ১০টা থেকে ২টা

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

আসন্ন পবিত্র রমজান মাসে দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টা থেকে, যা চলবে দুপুর ২টা পর্যন্ত। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে দেশের শেয়ারবাজারে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন হয়। রোজার পর ঈদের ছুটি শেষে আবার এই সময় অনুযায়ী লেনদেন হবে বলে ডিএসই জানিয়েছে।

এদিকে রমজান মাস উপলক্ষে লেনদেন সময়ের পাশাপাশি ডিএসইর অফিস সময়েরও পরিবর্তন করা হয়েছে। রোজায় ডিএসইর অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে।

রমজান মাস এবং ঈদুল ফিতরের ছুটির পর আবার ডিএসইর অফিস সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে।

পূর্ববর্তী নিবন্ধগাজীপুরের ভোট ২৬ জুন
পরবর্তী নিবন্ধইন্দোনেশিয়ায় ১০ মিনিটে ৩ সন্ত্রাসী হামলা, নিহত ৯