স্পোর্টস ডেস্ক : বিপিএলে সাকিবের রংপুর রাইডার্সকে ১৩৪ রানেই আটকে দিয়েছে তামিমের ফরচুন বরিশাল। দুই দেশীয় বোলার খালেদ আহমেদ ও মেহেদি হাসান মিরাজের তোপে এই রান তুলতে ৯ উইকেট হারিয়েছে রংপুর। জয় দিয়ে বিপিএল মিশন শুরু করতে হলে বরিশালকে করতে হবে ১৩৫ রান।
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে দলীয় রানের খাতা খোলার আগেই উইকেট হারায় রংপুর। পাকিস্তানি পেসার মোহাম্মদ ইমরানের বলে গোল্ডেন ডাক (১ বলে ০) মেরে সাজঘরে ফেরত যান রংপুর ওপেনার ব্রান্ডন কিং। ১৫ রানের মাথায় ৩ উইকেট হারায় উত্তর অঞ্চলের ফ্র্যাঞ্চাইজিটি।
সাকিবকে ২ আর রনি তালুকদারকে ৫ রানে ফেরান খালেদ। ৯ বলে ৬ রান করা আফগানি ব্যাটার আজমতউল্লাহ ওমরজাইকে ফেরান লঙ্কান বোলার দুনিথ ওয়াল্লালাগে। ৮৬ রানেই ৬ উইকেট হারায় রংপুর।
শেষদিকে যদি শামীম হোসাইন ৩৩ বলে ৩৪ রান আর মেহেদী ১৯ বলে ২৯ রান না করতেন, তাহলে হয়তো ১১০ রানে আগেই রংপুরের ইনিংস শেষ হতো।
বরিশালের হয়ে খালেদ আহমেদ ৩১ রান দিয়ে শিকার করেছেন ৪ উইকেট। ১৩ রান খরচায় ২ উইকেট শিকার করেছেন মেহেদি হাসান মিরাজ।