পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের দুই সাংবাদিক নেতার ওপর হামলাকারীদের বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম’।
সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইমাম হাসান মুক্তির সভাপতিত্বে এবং চ্যানেল টোয়েন্টিফোরের বিজনেস এডিটর ফারুক মেহেদী ও এসএ টিভির সাংবাদিক মুস্তফা মনওয়ার সুজনের যৌথ পরিচালনায় মানববন্ধন পরবর্তী সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী ছাত্রলীগে এখন অনেক অনুপ্রবেশকারী রয়েছে। যাদেরকে হাইব্রিড ও কাউয়া বলা হয়। এসব অনুপ্রবেশকারীরাই সংবাদ কর্মীদের ওপর হামলা করছে। তাদের কর্মকাণ্ডে সরকারের সুনাম ও ছাত্রলীগের ঐতিহ্য ম্লান হয়ে যাচ্ছে। শাবিতে ড. জাফর ইকবালের মতো শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শিক্ষক রয়েছেন। সেখানে ছাত্রলীগের হাতে কিভাবে সংবাদ কর্মীরা প্রকাশ্যে হামলার শিকান হন, এ নিয়ে প্রশ্ন তুলেছেন বক্তারা।
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের যে পর্যায়ের নেতাই হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতি আহবান জানান বক্তারা।
পাশাপাশি দোষী ছাত্রলীগ নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করতে প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, যুগ্ম সম্পাদক শাহানা শিউলি, নোয়াখালী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মশিউর রহমান রুবেল, শাবি ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আশরাফুল কবীর, আরটিভির স্পেশাল করেসপন্ডেন্ট ফারুক খান, সমকালের যুগ্ম বার্তা সম্পাদক রমাপ্রসাদ সরকার বাবু, যুগান্তরের মফস্বল সম্পাদক নাঈমুল করীম নাঈম, যুগান্তরের রিপোর্টার আবু তাহের টোটন।
কর্মসূচিতে সংহতি জানান, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাত আলম খান তপু, এনজেএফ’র সহ সভাপতি ফিরোজ আলম মিলন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি মওদুদ আহেম্মেদ সুজন।
এছাড়াও শাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি সাঈদ আবদুল্লাহ জীশু, সদস্য আলোকিত বাংলাদেশের রিপোর্টার মো. জাহিদুল ইসলাম, বাংলা নিউজের নিউজরুম এডিটর তাহজীব হাসান, যুগান্তরের সহ সম্পাদক গাজী সাদেক, শাবি প্রেসক্লাবের বর্তমান সভাপতি জাবেদ ইকবাল ও সাবেক সদস্য সচিব কাজী রাকিন, সাংবাদিক এমইউ শিমুল, শেয়ার বিজের হাসান আদিল প্রমুখ।