ভারতের কেরালার খ্রিস্টানদের এক গির্জার পক্ষ থেকে প্রকাশিত ম্যাগাজিনে যৌনতা বিষয়ক এক রচনা ঘিরে রীতিমতো শোরগোল পড়েছে। এই রচনাতে যৌনসঙ্গমকে পবিত্র বলে দাবি করার পাশাপাশি ইরোটিজমকে ‘পাপ’ নয় বলে ব্যাখ্যা করা হয়েছে।
কেরালার আলাপুঝার চার্চ কর্তৃক প্রকাশিত ‘মুখারেখা’ ম্যাগাজিনের ক্রিস্টমাস সংস্করণে এই লেখা প্রকাশিত হয়েছে।ড. সন্তোষ থমাসের লেখা ওই রচনাতে বলা হয়েছে, ‘যৌনসঙ্গম শরীর ও মনকে নিয়ে এক উদযাপন। শারীরিক সম্পর্ক ছাড়া প্রেম বা ইরোটিক সম্পর্ক ছাড়া প্রেম যেন আতশবাজি ছাড়া কোনও উৎসব। ’ লেখক সন্তোষ ‘যৌনতা ও আয়ুর্বেদ’ নামাঙ্কিত রচনায় এই বক্তব্য তুলে ধরেছেন। ম্যাগাজিনের সম্পাদক জানিয়েছেন, সুস্থ জীবনযাপন বিষয়ক এই ধরনের লেখা প্রকাশিত হয় ম্যাগাজিনে।
উল্লেখ্য, চার্চ কর্তৃক প্রকাশিত এই রচনা ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে আলাপুঝার সরকারী অফিসাররাও গোটা বিষয়টিতে কোনও খারাপ কিছু দেখছেন না। ক্রিস্টমাসের মরশুমে এই ধরনের সাহসী লেখার সমর্থনেই এগিয়ে এসেছেন অনেকে।