যৌতুক না পাওয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

পপুলার২৪নিউজ ডেস্ক:

সিরাজগঞ্জের এনায়েতপুরে যৌতুকের দাবিতে শারমিন আক্তার (২১) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে তার স্বামীর বিরুদ্ধে।

রোববার সকালে খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শারমিন আক্তার এনায়েতপুর থানার সৈয়দপুর গ্রামের গ্যাদন আলীর স্ত্রী।

দুপুরে পুলিশ হাসপাতাল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনার পর থেকে নিহতের স্বামী ও পরিবারের লোকজন আত্মগোপনে রয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় সাড়ে ৩ বছর আগে পার্শ্ববর্তী শাহজাদপুর উপজেলার চর কৈজুরী গ্রামের কৃষক আবু সাইদের মেয়ে শারমিন আক্তারের সঙ্গে এনায়েতপুর থানার সৈয়দপুর গ্রামের ছবেদ আলীর ছেলে গ্যাদন আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে গ্যাদন আলী শারমিনকে নির্যাতন করত।

এরই ধারাবাহিকতায় ১৫ সেপ্টেম্বর শুক্রবার রাতে গ্যাদন আলী শারমিনকে বেদম পিটিয়ে ও পায়ে ছুরি দিয়ে খুঁচিয়ে গুরুতর আহত করে। এ সময় শারমিনের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সেখানে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় শারমিনের বাবা আবু সাইদ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, মারাত্মক নির্যাতন করে শারমিনকে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত স্বামী ও অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধবগুড়ায় ৩ মামলায় বিএনপি নেতা রুবেল কারাগারে
পরবর্তী নিবন্ধভোলায় ছাত্রীর চুল কেটে দিলেন শিক্ষক!