যৌক্তিক সময়ের মধ্যেই রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে: পররাষ্ট্রমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বর্বর নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের যৌক্তিক সময়ের মধ্যেই ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

শনিবার বেলা ১১টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একথা জানান।

মন্ত্রী জানান, ২ মাসের মধ্যেই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো পক্রিয়া শুরু হবে।

রোহিঙ্গাদের মিয়ানমারে  প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে যে চুক্তি হয়েছে  তার কপি প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

এসময় নেইপিদো-ঢাকার মধ্যে রোহিঙ্গা ইস্যুতে যেসব চুক্তি হয়েছে সেসব বিষয় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে তুলে ধরেন মন্ত্রী।

এ ছাড়া চীন ও ভারত মিয়ানমারে রাখাইনে রোহিঙ্গাদের জন্য অস্থায়ী বাড়ি তৈরি করে দেবে বলেও সম্মেলনে জানান পরাষ্ট্রমন্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধদুর্নীতি বাড়ার পিছনে রাজনীতিবিদরাও দায়ী: কাদের
পরবর্তী নিবন্ধসোহরাওয়ার্দী উদ্যানের দিকে মানুষের ঢল