যে যা পারি তাই দিয়ে আমরা রোহিঙ্গাদের সাহায্য করি : সেতুমন্ত্রী

পপুলার২৪নিউজ জেলা প্রতিনিধি :
'যেভাবে যা পারি তাই দিয়ে আমরা রোহিঙ্গাদের সাহায্য করি'
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যেভাবে যা পারি তাই দিয়ে আমরা রোহিঙ্গাদের সাহায্য করি। তিনি আজ রোহিঙ্গাদের ত্রাণ বিতরণের সময় তাদের দুঃখ-দুর্দশা দেখে কেঁদে ফেলেন।

সেতুমন্ত্রী আজ কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং এলাকায় নির্যাতিত রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।ত্রাণ বিতরণের সময় কান্নাজড়িত কণ্ঠে সেতুমন্ত্রী বলেন, আজ অন্য কোনও স্লোগান নয়, মানুষ মানুষের জন্যে- এটাই আজ আওয়ামী লীগের স্লোগান। নির্যাতিত এসব রোহিঙ্গারা কতদিন ধরে খায়নি, কতদিন ঘুমায়নি। সারা রাত বৃষ্টি হয়েছে। এতে তাদের কষ্ট আরও বেড়ে গেছে। তারা যে কত অসহায়। আসুন আমরা অসহায় এসব নির্যাতিত মানুষের পাশে গিয়ে দাঁড়াই। যেভাবে যা পারি তাই দিয়ে আমরা তাদের সাহায্য করি।

উল্লেখ্য, এর আগে সেতুমন্ত্রী গতকাল সোমবার সারাদিন উখিয়ার কুতুপালং ও বালুখালীতে ত্রাণ বিতরণ করেন। এসময় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সংসদ সদস্য আবদুর রহমান বদি,  আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান. বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধএসবিএসি ব্যাংক-এর সাতক্ষীরায় স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০১৭ অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধভারতে আসামে দুই সন্তানের বেশি হলে সরকারি চাকরি নয়