যে ভয়ে রোমান্টিক গান করেননি ন্যান্সি-কন্যা রোদেলা

বিনোদন ডেস্ক:
মায়ের দেখানো পথে হাঁটতে হাঁটতে ন্যান্সি-কন্যা রোদেলা এখন পুরোদস্তুর কণ্ঠশিল্পী। গান গেয়ে এরই মধ্যে অনেকের নজর কেড়েছেন তিনি। বিভিন্ন ধরনের গান করলেও এতদিন রোমান্টিক গান গাওয়া হয়নি তার। এবার প্রথমবারের মতো রোমান্টিক গান গাইলেন মার্জিয়া বুশরা রোদেলা।

রোদেলার নতুন গানের শিরোনাম ‘অকারণ’। সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রত্যয় খান। আগামী সপ্তাহে গানটি পাওয়া যাবে রোদেলার ইউটিউব চ্যানেলে।

যে ভয়ে রোমান্টিক গান করেননি ন্যান্সি-কন্যা রোদেলামায়ের সঙ্গে রোদেলা। ছবি: শিল্পীর ফেসবুক থেকে

নতুন গান প্রসঙ্গে রোদেলা জাগো নিউজকে বলেন, ‘গানটি গাইতে আমার অনেক ভালো লেগেছে। দারুণ রোমান্টিক কথার একটি গান। এর আগে আমি যে গানগুলো গেয়েছি, সেগুলো সেই অর্থে রোমান্টিক ঘরানার ছিল না। তাছাড়া এ ধরনের গান গাইতে আমার ভীষণ ভয় করতো।’

রোমান্টিক গান করতে ভয়ের কারণ কী? জানতে চাইলে রোদেলা বলেন, ‘কারণ আমার ঘরেই তো দেশের রোমান্টিক গানের শ্রেষ্ঠ শিল্পী থাকেন। রোমান্টিক গানের ভুবন তার দখলে।’ মা নাজমুন মুনিরা ন্যান্সিকে উল্লেখ করে রোদেলা বলেন, ‘তিনিই তো সেরা সেরা সব রোমান্টিক গান গেয়ে ফেলেছেন বলে মনে হয়। তিনি তো মানুষের মন জয় করেছেন এসব গান গেয়ে। এ কারণে আমার ভয় করে। আমি কি আসলে অমন করে এই ঘরানার গান করে মানুষে কাছে পৌঁছতে পারবো?’

যে ভয়ে রোমান্টিক গান করেননি ন্যান্সি-কন্যা রোদেলারোদেলা। ছবি: শিল্পীর ফেসবুক থেকে নেওয়া

রোদেলা বলেন, ‘গানটি যখন প্রত্যয় খান ভাইয়া আমাকে পাঠান, শুনে আমার এত সুন্দর, এত মিষ্টি লেগেছে যে, আমি গানটি না গেয়ে পারলাম না। ভাবলাম গেয়েই দেখি কেমন হয়।’

রোদেলা আরও বলেন, ‘ঈদ উপলক্ষে আমি আমার শ্রোতাদের জন্য উপহার হিসেবে গানটি গেয়েছি। আশা করছি গানটি সবার ভালো লাগবে। সবার অনুপ্রেরণা পেলে আমি আরও এগিয়ে যেতে পারবো।’

যে ভয়ে রোমান্টিক গান করেননি ন্যান্সি-কন্যা রোদেলারোদেলা। ছবি: শিল্পীর ফেসবুক থেকে নেওয়া

মেয়ের গান প্রসঙ্গে রোদেলার মা ন্যান্সি বলেন, ‘আমার মেয়ে বলে বলছি না, আসলেই এবারের গানটি সে দারুণ গেয়েছে, শুনে আমি মুগ্ধ হয়েছি। ওর গায়কীতে অনেক পরিপক্কতা এসেছে।’

এদিকে প্রথমবারের মতো মডেল হয়েছেন রোদেলা। ইব্রাহিম মাহাদির পরিচালনায় ন্যান্সির গাওয়া ‘তোমারই আছি’ গানের ভিডিওতে দেখা গেছে রোদেলাকে। গত ডিসেম্বর মাসে প্রকাশিত হয় রোদেলার কণ্ঠে ‘রাজকুমার’ শিরোনামের একটি গান।

পূর্ববর্তী নিবন্ধস্বামীর কিছুই ভালো লাগে না স্ত্রীর, জুটি মোশাররফ-তানিয়া
পরবর্তী নিবন্ধছাতকে শিশু ধর্ষণের চেষ্টা, হামলা ভাংচুর, গ্রেফতার