যে গ্রামে পুরুষের দ্বিতীয় বিয়ে বাধ্যতামূলক!

পপুলার২৪নিউজ ডেস্ক :

সাধারণত বিয়ে সবাই একবারই করেন। তবে অনেক ক্ষেত্রে কেউ কেউ একাধিক বিয়ে করে থাকেন। তবে তা বাধ্যতামূল নয়। তবে এবার আপনাদের বাধ্যতামূলক দ্বিতীয় বিয়ের কথা জানাবো।

ভারত-পাকিস্তান সীমান্তের কাছে রাজস্থানের ছোট্ট গ্রাম দেরাসর। বারমেঢ় জেলার এই গ্রামের প্রত্যেক পুরুষেরই দুবার বিয়ে বাধ্যতামূলক। কেউ ইচ্ছা করলেও এই রীতি বদলাতে পারবে না। দ্বিতীয় বিয়ের কারণে সামাজিক বা আইনগত সমস্যা হয় না এই গ্রামে।

তবে কেন এই দ্বিতীয় বিয়ে? আসুন জেনে নেই এর কিছু কারণ।

গ্রামে প্রায় ৬০০ মানুষের বাস। গ্রামটি মূলত মুসলিম অধ্যুষিত। রয়েছে কম বেশি ৭০টি পরিবার। গ্রামবাসীদের দাবি, প্রত্যেক পরিবারই নাকি পরম্পরাগতভাবে বিয়ে নিয়ে এই রীতি মেনে আসছে।

এক প্রকার জোর করেই ছেলেদের দ্বিতীয়বার বিয়ে দিতে বাধ্য করে তাদের পরিবার।

গ্রামবাসীদের দাবি, আগে গ্রামে যত জন পুরুষ বিয়ে করতেন, তাদের প্রথম পক্ষের স্ত্রীর সন্তান হত না। তাই দ্বিতীয় বার বিয়ে করতে হত। সেই দ্বিতীয় পক্ষের স্ত্রীর গর্ভে নাকি সন্তান আসত।

বহুকাল ধরে এমন ঘটনাই ঘটছে। তার পর সেটাকেই রীতি হিসেবে মেনে নেন গ্রামবাসীরা।

যদিও এই ঘটনার কোনও ব্যাখ্যা দিতে পারেননি কেউই। গ্রামবাসীদের কথায়, প্রথমবার বিয়ের পর অনেকেই দীর্ঘকাল সন্তানের জন্য অপেক্ষা করেছেন, এ রকম উদাহরণ প্রচুর রয়েছে। দ্বিতীয় বার বিয়ে করাটাকে তাই এই গ্রামে শুভ বলেই মনে করা হয়।

পূর্ববর্তী নিবন্ধইসরাইলকে এক কঠিন শিক্ষা দিয়েছি: হামাস মুখপাত্র
পরবর্তী নিবন্ধতারুণ্য ধরে রাখতে যা করবেন নারীরা