যে কারণে রান আউটের আবেদন তুলে নেন স্মিথ

স্পোর্টস ডেস্ক:

আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার গতকালকের ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। তবে সেই ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথের আচরণ সবার নজর কেড়েছে। যাতে প্রশংসায় ভাসছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

আফগানিস্তানের এক ব্যাটারকে অস্ট্রেলিয়ার উইকেটকিপার রান আউট করেছিলেন। তবে আবেদন করেননি স্মিথ। আফগান ব্যাটার যাতে খেলা চালিয়ে যান, সেজন্য স্মিথ অনুরোধ করেন আম্পায়ারদের কাছে।

আফগানিস্তানের ইনিংসের ৪৭তম ওভারের ঘটনা। শেষ বলে আজমাতুল্লা ওমরজাই মিড উইকেটে খেলে একটি রান নেন। ওভার শেষ হয়ে গেছে ভেবে প্রান্ত বদল করতে যাচ্ছিলেন অপর ব্যাটার নূর আহমেদ। কিন্তু তখনও আম্পায়ার ওভার ঘোষণা করেননি।

নূর ক্রিজ ছেড়ে বের হওয়ার পরেই উইকেটকিপার জশ ইংলিসের হাতে বল জমা পড়ে। তিনি তখন স্টমাপ ভাঙেন। তাতে রান আউট হয়ে যান নূর। বিষয়টি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে বুঝতে পেরে ইংলিশ রান আউটের আবেদন করলেও স্মিথ সেই আবেদন তুলে নেন।

এর আগে ২০২৩ সালে এভাবেই একটি রান আউট নিয়ে সমালোচিত হয়েছিল অস্ট্রেলিয়া। অ্যাশেজ চলাকালীন ইংলিশ ব্যাটার জনি বেয়ারস্টোকে রান আউট করেছিলেন অজি উইকেটকিপার অ্যালেক্স ক্যারি। ম্যাচটি জেতে অস্ট্রেলিয়া। তবে মাঠের বাইরে সমালোচনা হয় তাদের ‘অখেলোয়াড়সূলভ আচরণ’ নিয়ে।

পূর্ববর্তী নিবন্ধনিউজিল্যান্ড ম্যাচে অধিনায়ককে বাইরে রেখে খেলবে ভারত?
পরবর্তী নিবন্ধ‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’