যে কারণে বিসিসিআই প্রেসিডেন্ট হতে পারবেন না গাঙ্গুলী

3পপুলার২৪নিউজ ডেস্ক:

অনুরাগ ঠাকুরের অপসারণের পর ভারতের ক্রিকেটের প্রধান হিসেবে একটি নামই উঠে আসছে তা হলো সৌরভ গাঙ্গুলী। কলকাতার মহারাজ ইতোমধ্যেই সাবেক গ্রেট সুনীল গাভাস্কারের সমর্থন পেয়ে গেছেন।

কিন্তু সমর্থন পেলেই তো হবে না, এই পদে অধিষ্ট হতে আরও কিছু শর্ত পূরণ করতে হবে। সেই শর্ত নিয়েই শুরু হয়েছে জটিলতা।ভারতের ক্রিকেট বোর্ডের নিয়মানুযায়ী কেউ একই পদে তিন বছরের বেশি থাকতে পারবেন না। তেমনই একটি পদে থাকার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অন্য পদ গ্রহণ করা যাবে না। ২০১৫ সালে জগমোহন ডালমিয়ার প্রয়াণের পর ক্রিকেট অ্যাসোশিয়েসন অব বেঙ্গল (সিএবি) প্রেসিডেন্ট হন সৌরভ। এই পদে এখনও তার মেয়াদ শেষ হয়নি। তাই সৌরভের পক্ষে এখনই বিসিসিআই এর পদ গ্রহণ করা সম্ভব নয়।

যদিও লোধা কমিটির নিয়মের জন্যই আটকে যাচ্ছেন সৌরভ। যদিও একটি মহল থেকে সৌরভকে প্রেসিডেন্ট করার চেষ্টা করা হচ্ছে। সৌরভ নিজেও বিসিসিআই এর বদলে সিএবি নিয়েই ভাবছেন। লোধা কমিটির সুপারিশ কার্যকর করার উদ্যোগ নিয়েছেন তিনি।

বিসিসিআই সভাপতি হওয়ার সম্ভাবনা খারিজ করে দিয়ে কলকাতার মহারাজ বলেছেন, “আমার নাম নিয়ে আলোচনা না করাই ভাল। আমি এখনও দুই বছর সিএবি সভাপতি থাকব। লোঢা কমিটির সুপারিশ অনুযায়ী একটি পদে তিন বছরের বেশি থাকা যাবে না। তাই আমার বিসিসিআই সভাপতি হওয়ার সম্ভাবনা নেই। ”

এ কারণেই আপাতত তার বিসিসিআই সভাপতি হওয়া হচ্ছে না। সম্ভবত পশ্চিমবঙ্গ থেকে আর কেউ এই পদে যাচ্ছেন না। তবে ভবিষ্যতে নিশ্চয়ই ক্রিকেটের দায়িত্ব উঠে আসবে সৌরভের হাতে।

পূর্ববর্তী নিবন্ধ‘হাতিরঝিলকে ঢাকার আইকন হিসেবে গড়ে তোলা হচ্ছে’
পরবর্তী নিবন্ধশিশু খাদিজাকেও বাঁচানো গেল না!