যৌন নিপীড়নের দায়ে সৌদি কূটনীতিককে বেত্রাঘাত

পপুলার২৪নিউজ ডেস্ক:
সিঙ্গাপুরে এক হোটেলকর্মীকে যৌন নিপীড়নের দায়ে সৌদি আরবের এক সৌদি কূটনীতিককে বেত্রাঘাত ও ২৬ মাসের বেশি কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

দণ্ডিত ইয়াহিয়া আ. আলজাহরানি (৩৯) সৌদি আরবের বেইজিং দূতাবাসে নিযুক্ত আছেন।

আদালতের রায়ে এই সৌদি কূটনীতিককে চারটি বেত্রাঘাত করতে বলা হয়েছে। অপরদিকে তিনি এ রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন।

গত শুক্রবার সিঙ্গাপুরভিত্তিক দৈনিক স্ট্রেইটস টাইমস জানায়, গত বছর ছুটি কাটানোর সময় সিঙ্গাপুর সিটিতে শিক্ষানবীশ এক হোটেলকর্মীর সঙ্গে এই ঘটনা ঘটান কূটনীতিক আলজাহরানি।

উল্লেখ্য, সিঙ্গাপুরে পুরুষ অপরাধীদের বেত্রাঘাতের বিধান রয়েছে। যৌন নিপীড়ন, মাদক সংক্রান্ত অপরাধ, দাঙ্গা ও ভাঙচুর এবং অবৈধ অভিবাসীদের এই শাস্তি দেওয়া হয়। অবশ্য সৌদি আরবেও এই শাস্তির প্রচলন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযৌনকর্মীর ভূমিকায় প্রিয়াঙ্কা!
পরবর্তী নিবন্ধব্রাজিলের সাবেক ফার্স্ট লেডি সিলভা আর নেই