বিনোদন ডেস্ক :
বলিউডের পরিচিত মুখ অভিনেত্রী স্বরা ভাস্কর। ব্যক্তিজীবনে রাজনীতিবিদ ফাহাদ আহমেদকে বিয়ে করেছেন তিনি। সনাতন ধর্মের অনুসারী হয়ে মুসলিম যুবককে বিয়ে করায় নানা কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী স্বরা।
সম্প্রতি হিজাব পরে মাওলানা সাজ্জাদ নোমানীর সঙ্গে দেখা করার জন্য সামাজিক মাধ্যমে ফের কটাক্ষের মুখে পড়েছিলেন স্বরা। সেই ঘটনায় স্বরাকে তুলোধুনো করেছেন বিজেপি দলের অনেক নেতাকর্মী।
নেট দুনিয়ার বাসিন্দারা অভিনেত্রীর স্বাধীনচেতা মনোভাবের বিষয়টি নিয়ে উপহাস করেছেন। আবার অনেকে তার ধর্ম পালন নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ বলেছেন, ভালোবাসায় অন্ধ হয়ে মানুষ কত কিছুই না করতে পারে, স্বরাকে দেখেই সেটা স্পষ্ট হয়ে যায়।
এবার স্বামী ফাহাদ আহমেদের হয়ে মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারে বেরিয়ে সেই প্রসঙ্গেই কড়া প্রতিক্রিয়া জানালেন স্বরা। গেরুয়া বাহিনীকে একহাত নিয়ে স্বরা বললেন, ‘নবী মোহাম্মদকে সম্মান করার জন্য কোনও বিশেষ ধর্মের হতে হয় না। যেকোনও ধর্মে থেকেই তাকে সম্মান করা যায়।’
অভিনেত্রীর স্পষ্ট বার্তা, মুহাম্মদ (সা.) কে সম্মান করতে কোনো বিশেষ ধর্মের হতে হয় না। যে কোনো ধর্মে থেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ এ মানবকে সম্মান করা যায়।
তিনি বলেন, ‘এটা সত্য যে আমি হিন্দু পরিবারে জন্মেছি, বড় হয়েছি। এটা সত্য যে আমি একজন মুসলিমকে বিয়ে করেছি। কিন্তু আমি এটা পরিষ্কার করে দিতে চাই যে আপনি কোন ধর্ম বা জাতের নবী মুহাম্মদ (সা.) কে সম্মান জানানোর জন্য সেটা কখনও বাধা হয়ে দাঁড়াতে পারে না।’
প্রসঙ্গত, ২০২৩ সালের জানুয়ারি মাসের ৬ তারিখ স্পেশ্যাল অ্য়াক্টে দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদের সঙ্গে বিয়ে রেজিস্ট্রার করেন স্বরা। তারপর ১৬ ফেব্রুয়ারি পরিবারকে স্বাক্ষী রেখে কাগজে কলমে বিয়ে সারেন অভিনেত্রী। এরপর চলতি বছরেই তাদের সংসারে জন্ম নেয় প্রথম সন্তান। বর্তমানে স্বামী-সন্তান নিয়েই স্বরার ব্যস্ততা।