যুব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : যুব বিশ্বকাপে বাংলাদেশের সামনে দারুণ এক সুযোগ। আজ জিতলেই সুপার সিক্সে পৌছে যাবে মাহফুজুর রহমান রাব্বির দল। এমন সমীকরণের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে।

আসরে নিজেদের প্রথম ম্যাচে বেশ বড় ধাক্কাই খেয়েছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারে তারা। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় রাব্বি-রিজওয়ানরা। আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দাপুটে জয়ে বাঁচিয়ে রাখে সুপার সিক্সের আশা।

আজ জিতলেই সুপার সিক্স নিশ্চিত বাংলাদেশের। তবে হারলেও সুযোগ থাকবে। তখন নানা হিসেবনিকাশের সঙ্গে সমীকরণ সামনে আসবে। তবে জিততে চান জানিয়ে রাব্বি বলেন, ‘যুক্তরাষ্ট্র ভালো ক্রিকেট খেলছে। আমরা ওদের ছোট করে দেখছি না। আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই।’

বাংলাদেশ একাদশ: মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক), আশিকুর রহমান শিবলী, আদিল বিন সিদ্দিক, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, রাহাতউদ্দৌল্লা বর্ষণ, রাফি উজ্জামান রাফি ও মারুফ মৃধা।

পূর্ববর্তী নিবন্ধকুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ৬ দশমিক ৮
পরবর্তী নিবন্ধটস জিতে ফিল্ডিংয়ে রংপুর, একাদশে ফিরেছেন সাকিব