যুক্তরাষ্ট্র-সৌদির অস্ত্রে যুদ্ধ করে আইএস

পপুলার২৪নিউজ ডেস্ক:

সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসীদের হাতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর সরবরাহ করা ৪০ হাজার অস্ত্র চলে যাওয়ার প্রমাণ মিলেছে।

সরকার উৎখাতের নাম করে সিআইএ সিরিয়ার বিদ্রোহীদের হাতে এসব অস্ত্র তুলে দিয়েছিল। কিন্তু অস্ত্রগুলো শেষ পর্যন্ত ব্যবহার করেছে জঙ্গিরা।

সম্প্রতি এক প্রতিবেদনে জঙ্গিদের হাতে সিআইএর অস্ত্র যাওয়ার প্রমাণ তুলে ধরেছে কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চ নামে এক গবেষণা প্রতিষ্ঠান।

ওই গবেষণা প্রতিষ্ঠানটি অ্যান্টি ট্যাংক মিসাইলসহ যে কোনো আগ্নেয়াস্ত্রের চালান এবং অস্ত্রগুলো কাদের হাতে যাচ্ছে তা পর্যবেক্ষণ করে।

তাদের দাবি, সিরিয়ার বাশার আল আসাদের সরকারবিরোধীদের আগ্নেয়াস্ত্রের চালান দেয় সিআইএ। তবে শেষ পর্যন্ত সেই অস্ত্রের চালান আইএস সদস্যদের হাতে গিয়ে পৌঁছে।

গবেষণায় বলা হয়, এখন পর্যন্ত সিরিয়ার বিদ্রোহীদের দেয়া আমেরিকার ৪০ হাজার অস্ত্র আইএস সদস্যদের থেকে উদ্ধার হয়েছে।

আইএসের হাত থেকে সিরিয়ার রাকা ও ইরাকের মসুল শহর পুনরুদ্ধারের পর তাদের থেকে যেসব অস্ত্র পাওয়া গেছে, তাদের বেশিরভাগই ছিল আমেরিকার দেয়া অস্ত্র।

ইউরোপীয় ইউনিয়ন ও জার্মানির অর্থায়নে হওয়া এই গবেষণায় আরও প্রমাণ মেলে যে, আইএস সন্ত্রাসীদের হাতে যেসব আধুনিক অস্ত্র দেখা গেছে বা উদ্ধার হয়েছে তার বেশিরভাগই ছিল সৌদি আরব ও আমেরিকার দেয়া। তবে সেগুলো দেয়া হয়েছিল সিরিয়ার বিদ্রোহীদের।

এ ছাড়া আইএসের হাতে থাকা অস্ত্রের একটি বড় অংশের উৎপাদক চীন ও রাশিয়া। সিরিয়া ও ইরাক সরকার এ দুই দেশ থেকে অস্ত্র সংগ্রহ করত। আর এসব অস্ত্র পরে আইএসের হাতে গিয়ে পড়ে।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত সাড়ে ৩ লাখের মতো মানুষ মারা গেছে।

পূর্ববর্তী নিবন্ধক্ষমতার দাপটে নৈরাজ্যের অন্ধকার নেমে এসেছে : খালেদা জিয়া
পরবর্তী নিবন্ধএবিএম মহিউদ্দিন চৌধুরীকে দেখতে চশমাহিলে জনস্রোত