পপুলার২৪নিউজ প্রতিবেদক :
যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো সীমান্ত বিভাজনকারী দেয়াল নির্মাণে ট্রাম্পের সিদ্ধান্ত আজগুবি ও অপ্রয়োজনীয় বলে মন্তব্য করে একটি ভিডিও প্রকাশ করেছেন মেক্সিকো কংগ্রেসম্যানের ডেপুটি ব্রলিও গুয়েরা। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরইমধ্যে শুরু হয়েছে তুমুল আলোচন-সমালোচনার ঝড়। সীমান্ত বিভাজনকারী দেয়ালের ওপর বসে ওই কংগ্রেসম্যান বলেছেন, ভিডিওটি মাধ্যমে তিনি দেখাতে চেয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত তৈরির লক্ষ্যে প্রস্তাবিত নতুন দেয়াল কোন কাজেই আসবে না।
ভিডিওতে তিনি বলেন, ‘আমি এখন দেয়ালের ওপরে বসে আছি। এই সেই দেয়াল যেটি মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সীমানা তৈরি করেছে।’
সীমান্ত বিভাজনকারী দেয়ালের উচ্ছতা নিয়ে কটাক্ষ করে ব্রলিও গুয়েরা বলেন, ‘দুর্বলচিত্তের দর্শকরা চোখ বন্ধ রাখুন। এই দেয়াল আট মিটার উঁচু। তবে এই দেয়ালে চড়ে বসা বেশ সহজ। আমি দেয়াল বেয়ে ওপরে উঠেছি এবং দেয়ালের ওপর চড়ে বসেছি। এখান থেকে আমেরিকা ঢুকে পড়া খুব সহজ।’
ট্রাম্পের দেয়াল নির্মাণের প্রস্তাবকে আজগুবি হিসেবে মন্তব্য করে তিনি বলেন, ‘এই দেয়ালে চড়ে বসা এটাই প্রমাণ করে যে ১৫০০ কোটি ডলার ব্যয় করে নতুন একটি দেয়াল তৈরি করা ধারণাটি খুবই আজগুবি এবং অপ্রয়োজনীয়।