যুক্তরাষ্ট্রে মাইলসের ১০ কনসার্ট

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
মাইলস প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি উপলক্ষে ৭ মাসব্যাপী বিশ্বজুড়ে মেগা কনসার্টের ঘোষণা দেন তারা।সে অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ১০টি কনসার্টে অংশ নিয়েছে মাইলস। তবে এতে থাকতে পারেননি দলের অন্যতম গায়ক শাফিন আহমেদ । ভিসা জটিলতায় কনসার্টগুলোতে অংশগ্রহণ করতে পারেননি তিনি।

শাফিন বলেন, ‘পাসপোর্ট হাতে না পেলে কীভাবে যাবো! আমরা সবাই একই সঙ্গে আমেরিকান অ্যাম্বাসিতে পাসপোর্ট নিতে গিয়েছিলাম। অ্যাম্বাসি আমার পাসপোর্টটি ফেরত দেয়নি। এটা অ্যাম্বাসির জন্য খুব সাধারণ বিষয়। এখন শুধু পাসপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছি।’
এদিকে দলটি গত ২২ জুন যুক্তরাষ্ট্রের নিউজার্সি, ২৮ জুন ভার্জিনিয়া, ২৯ জুন মেরিল্যান্ড, ৫ জুলাই বাল্টিমোর, ৬ জুলাই মিশিগান, ৭ জুলাই লস অ্যাঞ্জেলেস, ১৪ জুলাই নিউইয়র্ক, ১৬ জুলাই আটলান্টিক সিটি, ২০ জুলাই ফিনিক্স, ২১ জুলাই সান জোস, ২৭ জুলাই ফ্লোরিডার টাম্পায় আয়োজিত কনসার্টে অংশ নিয়েছে।
যুক্তরাষ্ট্র সফররত হামিন আহমেদ বলেন, ‘আমরা এর আগেও যুক্তরাষ্ট্রে এসেছি, কনসার্টে অংশ নিয়েছি। কিন্তু এবারের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন । এবার চলছে ৪০ বছর উদযাপন। তবে ভিসা জটিলতায় কনসার্টগুলোতে অংশগ্রহণ করতে পারেননি শাফিন আহমেদ।’
আমেরিকা ছাড়াও আরও দুটি কনসার্ট করবে মাইলস। এছাড়াও ঢাকার বাইরে চারটি কনসার্ট ও একটি গালা কনসার্ট আয়োজনের কথা জানানো হয়েছে।
ঢাকার বাইরের কনসার্টগুলো হবে চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহীতে। ঢাকার গালা ইভেন্টটি আর্মি স্টেডিয়াম অথবা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান উইন্ডমিল।

পূর্ববর্তী নিবন্ধআলোকিত টিচার্স ও ইএমকে সেন্টারের যৌথ উদ্যোগে শিক্ষকদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধডিভোর্সিদের প্রেমে পড়তে অসুবিধা কোথায়?