যুক্তরাষ্ট্রে গুলিবিদ্ধ হয়ে ২ পুলিশ কর্মকর্তা নিহত  

পপুলার২৪নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ওয়াইয়ো অঙ্গরাজ্যে সম্ভাব্য পারিবারিক সহিংসতা নিয়ে ৯১১ কলে সাড়া দিতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার ওয়েস্টারভিল শহরের কলম্বাস এলাকায় তারা গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।খবর ইউএসএ টুডে অনলাইনের।

ওয়েস্টারভিলের পুলিশপ্রধান জোয়ে মোরবিটজার সাংবাদিকদের জানান, ওই দুই কর্মকর্তা যে অ্যাপার্টমেন্ট থেকে কল পেয়েছিলেন, সেটিতে ঢোকার সঙ্গে সঙ্গেই তাদের গুলি করা হয়। দুই পুলিশ কর্মকর্তার মধ্যে একজন ৩৯ বছর বয়সী এরিক জোয়েরিং ঘটনাস্থলেই মারা যান। আর ৫৪ বছর বয়সী অপর কর্মকর্তা অ্যান্থনি মোরেলিকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

এ ঘটনায় একজন সন্দেহভাজন আটক হয়েছেন। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

জোয়ে মোরবিটজার বলেন, তাদের দুজন আমাদের সেরা কর্মকর্তা ছিলেন। তাদের যেভাবে ডাকার কথা, সেভাবেই ডাকা ডাকা হয়েছিল। তারা তাদের দায়িত্বে সাড়া দিয়েছেন। তারা জানত, কীভাবে একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব পালন করতে হয়। তিনি সবাইকে ওই দুই পুলিশ কর্মকর্তার পরিবারের জন্য প্রার্থনা করার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশসহ প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্কের জটিলতা বেড়েছে
পরবর্তী নিবন্ধদুদকের শুভেচ্ছাদূত হলেন সাকিব