যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনা নাগরিক গ্রেফতার

পপুলার২৪নিউজ ডেস্ক:

গুপ্তচরবৃত্তির অভিযোগে এক চীনা নাগরিককে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র।

২৭ বছর বয়সী জি চাওকুনকে শিকাগো থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকৌশলী এবং বিজ্ঞানীদের ওপর বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। খবর বিবিসি।

২০১৩ সালে জি চাওকুন যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ প্রকৌশল বিষয়ে পড়াশোনা করতে আসেন।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর রিজার্ভ ফোর্সে যোগদান করেন তিনি।

শিকাগোর আদালতে জি চাওকুনের বিরুদ্ধে করা ফৌজদারি মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, তিনি বেনামি একজন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তার হয়ে কাজ করতেন।

এ ছাড়া আটজনের বিস্তারিত তথ্য তিনি (চীনা পক্ষকে) হস্তান্তর করেন বলে অভিযোগ করা হয়েছে।

জি চাওকুন মাভনি (মিলিটারি অ্যাকসেশনস ভাইটাল টু দ্য ন্যাশনাল ইন্টারেস্ট) কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হয়েছিলেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বিদেশি নাগরিকরা তাদের কারিগরি ও ভাষাগত বিশেষ দক্ষতার ভিত্তিতে সামরিক গুরুত্বপূর্ণ পদেও কাজ করে থাকেন।

পূর্ববর্তী নিবন্ধশান্তিরক্ষায় বরাদ্দ কাটছাঁটে বিরোধপূর্ণ অঞ্চলে খারাপ প্রভাব পড়বে: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধতামিমিকে ফিলিস্তিনের বাইরে যেতে বাধা দিচ্ছে ইসরাইল