যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যাকারী পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

পপুলার২৪নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে অহিও অঙ্গরাজ্যের কলম্বাস এলাকায় এন্ড্রি হিল নামে এক কৃষ্ণাঙ্গকে গত সপ্তাহে গুলি করে হত্যার দায়ে এডাম কোয় নামে এক পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে ওই অঞ্চলের জননিরাপত্তা বিভাগের পরিচালক।

নেড পেটাস বলেন, নিরস্ত্র ওই কৃষ্ণাঙ্গ যুবককে গুলি না করে পরিস্থিতি সামাল দেয়া যেত। গুলি করার পরও তাকে দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়নি।

তা ছাড়া দায়িত্ব পালনের সময় ওই পুলিশ কর্মকর্তা তার শরীরে লাগানো ক্যামেরা চালু করেননি।

কলম্বাসের মেয়র এড্রিও জিনদার সোমবার এক বিবৃতিতে বলেছেন, আমরা এখন বিচার বিভাগীয় তদন্ত রিপোর্টের অপেক্ষায় আছি।

নিহতের আইনজীবী বেন ক্রাম্প বলেছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে চাকরিচ্যুত করা অপরাধীর বিরুদ্ধে প্রথম পদক্ষেপ। আমরা বিচার না পাওয়া পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাব।

পূর্ববর্তী নিবন্ধপেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
পরবর্তী নিবন্ধমাতারবাড়ী ‘গভীর সমুদ্রবন্দরে’ ভিড়ল প্রথম জাহাজ