যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশিকে দুই বছর নজরদারিতে রাখার নির্দেশ

পপুলার২৪নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বসবাসরত আলাউদ্দিন আহমেদ চৌধুরী (৬৫) নামের এক বাংলাদেশিকে আগামী দুই বছর বিশেষ নজরদারিতে রাখার নির্দেশ দিয়েছেন স্থানীয় একটি আদালত। অবৈধ অভিবাসনের অভিযোগে গত মঙ্গলবার এ আদেশ দেওয়া হয়।

ট্রাম্পের অভিবাসননীতি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই এমন শাস্তির মুখে পড়লেন আলাউদ্দিন। আদালতের নথি অনুযায়ী তিনি ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রে যান। সেখানে মিথ্যা নাম ও জন্মতারিখ দিয়ে আশ্রয় চান তিনি।

ফ্লোরিডার সরকারি আইনজীবী জানান, ১৯৯৭ সালে আলাউদ্দিনের আবেদন প্রত্যাখান করা হয় এবং যুক্তরাষ্ট্র থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর বাংলাদেশে থেকে ২০০৬ সালে আবারও যুক্তরাষ্ট্রে অভিবাসনের আবেদন করেন তিনি। তার ভিসার অনুমতি দেওয়া হয় এবং ২০০৭ সালে তাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতিও দেওয়া হয়। তবে ২০১৩ সালে তিনি আবারও নাগরিকত্বের জন্য আবেদন করেন। কিন্তু এবার তিনি প্রয়োজনীয় তথ্য দিতে ব্যর্থ হন। ভুয়া তথ্য-প্রমাণের অভিযোগে তাকে দুই বছর নজবন্দিতে থাকার শাস্তি দেন অভিবাসন আদালত।

অরল্যান্ডোর চিফ কাউন্সিল মারিয়া এন জোরনার্দ জানান, যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার সুরক্ষা নিশ্চিত করতে তারা সবরকম চেষ্টা চালিয়ে যাবেন। ফ্লোরিডা অভিবাসী আলাউদ্দিন আহমেদ চৌধুরীর এমন শাস্তির ঘটনা প্রকাশ পাওয়ার পর যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ বাংলাদেশিরা চরম শঙ্কায় দিন কাটাচ্ছেন। অনেক অভিবাসী নিরাপদ স্থানের সন্ধানে এক অঙ্গরাজ্য অন্য অঙ্গরাজ্যে ঘুরে বেড়াচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধনেইমারের ওপর চটেছেন মেসি-ইনিয়েস্তা
পরবর্তী নিবন্ধপ্রচণ্ড চাপের মুখে চান্দিমালের সেঞ্চুরি