যুক্তরাষ্ট্রের নারী দলের প্রধান কোচ শিবনারায়ণ চন্দরপল

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র ক্রিকেট তাদের নারী ও অনূর্ধ্ব-১৯ নারী দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করেছে শিবনারায়ণ চন্দরপলকে। ২০২৩ সাল পর্যন্ত দেড় বছরের চুক্তি করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ব্যাটসম্যান।

এরই মধ্যে দলটির সঙ্গে যুক্ত হয়েছেন চন্দরপল। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ রাইজিং স্টার্স টি২০ চ্যাম্পিয়নশিপ খেলতে যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব-১৯ নারী দল ক্যারিবিয়ান সফরে। তারা ছয়টি ঘরোয়া দলের সঙ্গে যোগ দেবে এবং ৫ জুলাই থেকে রাউন্ড রবিন ফরম্যাটের এই প্রতিযোগিতায় অংশ নেবে।

১৬৪ টেস্টে ১১৮৬৭ রান করা চন্দরপলকে ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সেরা ব্যাটসম্যান বলে ধরা হয়। ২০১৬ সালে ৪১ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন নামের পাশে ২০ হাজারের বেশি রান নিয়ে। পরে কাউন্টি ক্রিকেট খেলেন ল্যাঙ্কাশায়ারের হয়ে এবং এই বছরের শুরুতে সিপিএল দল জ্যামাইকা তাল্লাওয়াসের প্রধান কোচও হন।

পূর্ববর্তী নিবন্ধমেয়েকে উৎসর্গ করে মিলন মাহমুদের গান
পরবর্তী নিবন্ধআর্জেন্টিনার সবচেয়ে দামি খেলোয়াড় লাউতারো মার্টিনেজ