যাত্রাবাড়ীতে শিক্ষার্থীদের ধাওয়ায় পিছু হটলেন পরিবহন শ্রমিকরা

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় পরিবহন শ্রমিকরা যাত্রীবাহী গাড়ি আটকানোর চেষ্টা করলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ধাওয়া করেন।

এসময় তাদের ধাওয়া খেয়ে পিছু হটেন পরিবহন শ্রমিকরা।

শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সপ্তম দিনের মতো যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থী।

সকাল ১০টা থেকে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, বর্ণমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, একে স্কুল অ্যান্ড কলেজ, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শতশত শিক্ষার্থী সড়কে জড়ো হতে থাকেন।

এসময় তারা নৌমন্ত্রীর পদত্যাগ ও নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

তার গাড়ির লাইসেন্স পরীক্ষা ও ফুটওভার ব্রিজ ব্যবহারে পথচারীদের উৎসাহিত করেন।

সড়কে নিয়ম মেনে যানবাহন চলাচলে পুলিশকে সাহায্য করতে দেখা যায় দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের একদল শিক্ষার্থীকে।

আকাশ নামের এক শিক্ষার্থী  বলেন, আজ ট্রাফিক পুলিশের কাজ আমাদের করতে হচ্ছে। এটা লজ্জাকর। সড়কে বার বার হত্যাকাণ্ড ঘটলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।

তিনি বলেন, সড়কে যানবাহন যাতে নিয়ম মেনে চলে সেই কাজটিই করে দেখাচ্ছি আমরা।

 

যাত্রাবাড়ী থানার ওসি (অপারেশন)  বলেন, কোমলমতি শিক্ষার্থীরা যাতে কোনো দুর্ঘটনায় কবলিত না হয়, তা আমরা দেখছি।

পূর্ববর্তী নিবন্ধতোমরা ঘরে ফিরে যাও: শিক্ষামন্ত্রী
পরবর্তী নিবন্ধতাহিরপুরের সোহালা সরকারি প্রাথমিক বিদ্যালয় সমস্যায় জর্জরিত