যাত্রাবাড়ীতে পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতন চেয়ে না পেয়ে রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করেছে ঢাকার লতিফ বাওয়ানী মিল ও করিম জুট মিলের কয়েকশ শ্রমিক। মঙ্গলবার (৭ মে) সকাল ৮টার দিকে সড়ক অবরোধ করেন পাটকল শ্রমিকরা।

শ্রমিকদের অবরোধে রমজানের প্রথম দিনেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যান। ভোগান্তিতে পড়েন যাত্রাবাড়ী সড়কে চলাচলকারী সাধারণ মানুষ। তবে পুলিশের হস্তক্ষেপে ও মালিকপক্ষের অনুরোধে সকাল ১০টার দিকে রাস্তা থেকে সরে যান শ্রমিকরা।

সড়ক অবরোধকারী শ্রমিকদের দাবি, আট সপ্তাহের বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।

লতিফ বাওয়ানী মিলের শ্রমিক রেজাউল বলেন, চাকরি করছি, শ্রম দিচ্ছি। কিন্তু সময় যায় বেতন পাই না। না খেয়ে কতক্ষণ? না খেয়ে কাজও করা যায় না। ঘরে বউ বাচ্চা, সংসার চলে না। তাই বাধ্য হয়ে সড়কে নামা।

যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, যাত্রাবাড়ী মোড়ে অবরোধ করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাড়ি ঢাকায় ঢুকতে পারছিল না। রমজানের প্রথম দিনেই অনাকাঙ্ক্ষিত কারণে যানজট তৈরি হয়। পরে মালিকপক্ষকে ডেকে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের প্রতিশ্রুতি নেয়া হয়েছে। অনেক বুঝিয়ে সরিয়ে দেয়া হয়েছে শ্রমিকদের। এখন যান চলাচল স্বাভাবিক।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীকে রমজানের শুভেচ্ছা ফিলিস্তিনি প্রেসিডেন্টের
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার মুক্তি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক: ফখরুল