যাকেই মনোনয়ন দেব তাকেই আপনাদের মেনে নিতে হবে: প্রধানমন্ত্রী

যাকেই মনোনয়ন দেওয়া হবে তাকেই মেনে নিতে হবে বলে মনোনয়ন প্রত্যাশীদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর দিক নির্দেশনামূলক বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমি যাকেই মনোনয়ন দেব, তাকেই আপনাদের মেনে নিতে হবে। আপনারা কথা দিলেন?’ এ সময় প্রধানমন্ত্রীর কথায় মনোনয়ন প্রত্যাশীদের সবাই সম্মতি দেন।

বৈঠকে মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আমি সবার সম্পর্কে জানি। আপনাদের সব তথ্য আমাদের কাছে আছে। কারা কি করেছেন, কারা কোন দল থেকে এসেছেন আমি সব জানি। বেশি লাফালাফি করার দরকার নেই। কোনো গ্রুপিং করারও দরকার নেই।’

তিনি আরো বলেন, ‘আগামী নির্বাচন খুব কঠিন নির্বাচন হবে। খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এই সময় সবার ঐক্যবদ্ধ থাকা ছাড়া আর কোনো বিকল্প নেই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা সবাই নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থাকবেন। যাকে নৌকা দিয়ে পাঠাব তার হয়ে কাজ করবেন।’

শেখ হাসিনা বলেন, ‘আপনারা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ না করেন, তাহলে আগের মতো বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের সবার দায়িত্ব নিতে পারব না। এবার নেত্রীকে বেটে খাওয়ালেও কাজ হবে না। আমরা আগামী নির্বাচন নিয়ে কাজ করছি না। আমরা কাজ করছি আগামী প্রজন্ম নিয়ে।’

আওয়ামী লীগের কোনো কোনো আসনে একাধিক প্রার্থী থাকার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এসব আসনে যোগ্য নেতৃত্ব গড়ে উঠছে না। আপনারা যোগ্য নেতৃত্ব তৈরি করুন।

পূর্ববর্তী নিবন্ধঅভিনেতা রাজীবের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন