যশোরে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

 জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

যশোরের শার্শা উপজেলায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম সুজন (২৮)।

বিজিবির দাবি, নিহত সুজন মাদক চোরাকারবারি। তিনি উপজেলার কাগজপুকুর গ্রামের মোস্তফা কামালের ছেলে।

শনিবার ভোরে উপজেলার অগ্রভূলোট সীমান্তে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

শার্শা উপজেলার বাগআচঁড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবদুর রহিম হাওলাদার জানান, শুক্রবার রাতে মাদক চোরাকারবারিরা ভারত থেকে ফেনসিডিল নিয়ে উপজেলার সীমান্ত পথ দিয়ে ফিরছিলেন। বিজিবি সদস্যদের সন্দেহ হলে তাদের থামতে বলা হয়।

এসময় মাদক চোরাকারবারি না দাঁড়িয়ে বিজিবি সদস্যদের লক্ষ্য করে বোমা হামলা করে। এতে বিজিবির সার্জেন্ট আকমল হোসেন গুরুতর আহত হন। পরে রাতেই দু’জনকে আটক করে বিজিবি।

পরে তাদের নিয়ে শনিবার ভোরে অগ্রভূলোট এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় সেখানে পৌঁছলে তাদের সহযোগীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি করে। এক পর্যায়ে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে।

পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে এক চোরাকারবারির মরদেহ উদ্ধার করে। এসময় অন্যরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় আহত বিজিবির পাঁচভূলোট ক্যাম্পের সার্জেন্ট আকমল হোসেনকে যশোর সেনানিবাস হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত সুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধফেসবুকে অ্যাকাউন্ট খুলতে নতুন বাধ্যবাধকতা
পরবর্তী নিবন্ধরূপনগরে আনসার আল ইসলামের ৩ সদস্য আটক