বিনোদন ডেস্ক
‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’-সহ অনেক জনপ্রিয় গানের গায়ক ‘চাইম’ ব্যান্ডের ভোকালিস্ট খালিদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
আজ সোমবার (১৮ মার্চ) রাত ৭টা ১৫ মিনিটের দিকে রাজধানীর গ্রিনরোডের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
খালিদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ব্যান্ডশিল্পী ঈশা খান দূরে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সংগীতসহ শোবিজ অঙ্গনে।
‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’—এরকম অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী খালিদ। যার গান একসময় পাড়া-মহল্লার বিভিন্ন শ্রোতাদের মুখে মুখে থাকতো, বাজত বিপণিবিতানসহ বিভিন্ন দোকানে। তাকে আশির দশকে মানুষ চিনতো ‘চাইম’ ব্যান্ডের খালিদ নামে।
গোপালগঞ্জে জন্ম নেওয়া এই শিল্পী ১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা করেন। ১৯৮৩ সালে চাইম ব্যান্ডে যোগ দেন তিনি।