পপুলার২৪নিউজ ডেস্ক:
যতদিন ভালো লাগবে ততদিনই কেবল ওয়ানডে ক্রিকেট খেলবেন। ভালো না লাগলে যেকোনো সময় ক্রিকেট ছেড়ে দেবেন বলে জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
সম্প্রতি ওপার বাংলায় সেরা বাঙালির সম্মাননা পাওয়া মাশরাফি আনন্দবাজারকে দেয়া এ সাক্ষাৎকারে এমন কথা বলেন।
মাশরাফি বলেন, ‘যত দিন ক্রিকেট উপভোগ করব, ততদিন ক্রিকেটে আছি। যে দিন মনে হবে, আর ভালো লাগছে না, সে দিনই ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিতে দ্বিধা করব না।’
ক্রিকেট ম্যাচের নেতৃত্ব নিয়ে বোর্ড এবং মাশরাফিকে নিয়ে সম্প্রতি বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশ হয়। যার বেশিরভাগই ছিল নেতিবাচক। এসব নিয়ে কখনো মন্তব্য করেননি তিনি।
এ অবস্থার মধ্যেই সম্প্রতি তিনি এ মন্তব্য করেছেন।
এদিকে বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচ মানেই বারুদ উত্তেজনা। দু’দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয় ট্রল আর পোস্ট দেয়ার উৎসব। দেখা যায় দ্বন্দ্ব আর রেষারেষি।
এ বিষয়েও কথা বলেছেন মাশরাফি। তিনি বলেন, ‘এই দ্বন্দ্বের জন্য মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম দায়ী। আর একটা কারণও হতে পারে। আমরা যেহেতু এখন আগের চেয়ে অনেক ভালো খেলছি, তাই আমাদের কাছে আমাদের দেশের মানুষের প্রত্যাশা বেড়ে গিয়েছে।’
তবে মাঠ ও মাঠের বাইরে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে স্পোর্টিং মনোভাব ছাড়া অন্য কোনো দ্বন্দ্ব নেই বলে মন্তব্য করেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
মাশরাফি বলেন, ‘আমাদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের সম্পর্ক মোটেই খারাপ নয়। সে মাঠে বলুন বা মাঠের বাইরে। এই তো সে দিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বার্মিংহামে হারার পরেও আমরা নিজেদের মধ্যে গল্প করেছি, আড্ডা দিয়েছি। যুবরাজের সঙ্গে আমার বন্ধুত্ব যেমন রয়েছে, তেমনই বিরাটের সঙ্গে আমাদের রুবেল, মুশফিকদের ভালো সম্পর্ক।’