ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আটজন করোনায় এবং ছয়জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শনিবার (২১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে করোনায় মারা যাওয়া আটজনের মধ্যে ছয়জন ময়মনসিংহের এবং শেরপুর ও জামালপুরের একজন করে রয়েছেন।

তারা হলেন- ময়মনসিংহ সদরের মনসুর আলী (৪৮), বদিউজ্জামান (৭৫), এ কে শামসুল হক (৭৫), ত্রিশাল উপজেলার আসমা আক্তার (৪০), ভালুকার নার্গিস আক্তার (৬৫), মুক্তাগাছার হাবিবুর রহমান সেলিম (৫৫), জামালপুর সদরের নূরজাহান (৬৫) এবং শেরপুরের নালিতাবাড়ীর সুরুজ্জামান (৮০)।

এ ছাড়াও ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে ময়মনসিংহের ও নেত্রকোনার তিনজন করে রয়েছেন। তারা হলেন- ময়মনসিংহ সদরের ফাতেহা বেগম (৭০), ফুলবাড়ীয়ার আব্দুর রাজ্জাক (৭০), হালুয়াঘাটের আব্দুল হালিম (৬০), নেত্রকোনা সদরের সেলিনা খাতুন (৪৫), সেলিনা আক্তার (৬০) ও পূর্বধলা উপজেলার সাবিত্রী রায় (৬০)।

ডা. মুন আরও জানান, ইউনিটটিতে বর্তমানে রোগী ভর্তি আছেন ২৪৭ জন। এর মধ্যে ২৩ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন।

এদিকে জেলায় এক দিনে ৪৪৮ জনের নমুনা পরীক্ষায় ৬৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৪০ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধবনানীতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
পরবর্তী নিবন্ধমার্কিন বাহিনীর ওপর হামলা হলে সমুচিত জবাব : বাইডেন