ময়মনসিংহ বিভাগের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ময়মনসিংহ প্রতিনিধি  :গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত সড়ক মেরামতের কাজ দ্রুত শেষ করার আশ্বাসের পর ময়মনসিংহ বিভাগের ৪ জেলার পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

রোববার (১৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান।

এর আগে একই দিন সকাল ৬টা থেকে ময়মনসিংহ, নেত্রকেনা, জামালপুর ও শেরপুর থেকে ঢাকাগামী সব বাস যাতায়াত বন্ধ ছিল। ফলে বাসটার্মিনালে এসে অনেক যাত্রী ফিরে যান।

মাহবুবুর রহমান জানান, যোগাযোগ সচিবের অনুরোধ ও আশ্বাসের প্রেক্ষিতে এবং বিভাগীয় কমিশনার আগামী বুধবার  আলোচনা আহ্বান জানিয়েছেন। এরই কারণে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।

এর আগে গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজে দ্রুত শেষ করার দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী ময়মনসিংহ বিভাগ থেকে ঢাকাগামী সব গণপরিবহন বন্ধ ঘোষণা করেন ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতি ও দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

পূর্ববর্তী নিবন্ধশতভাগ নিশ্চিত নৌকা জিতবেই: আইভী
পরবর্তী নিবন্ধএক সপ্তাহে করোনা শনাক্ত বেড়েছে ২২২ শতাংশ