ময়মনসিংহের হকার্স মার্কেটে আগুন

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ময়মনসিংহ শহরের গাঙিনারপাড় এলাকায় হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চার ইউনিট।

কোতোয়ালি থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, সকাল পৌনে ৮টার দিকে শহরের গাঙিনারপাড় এলাকায় হকার্স মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চার ইউনিট।

তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রায় দু’ঘণ্টা আগে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। মার্কেটের প্রায় সব দোকানই আগুনে পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে না আসায় এখন আশপাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দোকানে প্রচুর মালামাল তুলেছিলেন মার্কেটের ব্যবসায়ীরা। কিন্তু সেগুলোর খুব সামান্যই তারা রক্ষা করতে করতে পেরেছেন। তাদের আহাজারিতে এখন ওই এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

পূর্ববর্তী নিবন্ধসহি ও সুন্দরভাবে হজ পালনে প্রশিক্ষণের বিকল্প নেই : ধর্মমন্ত্রী
পরবর্তী নিবন্ধভৈরবে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত