ম্যানসিটি-রিয়ালের লড়াইকে ‘নতুন ক্লাসিকো’ বললেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার লড়াইকে বিশ্বের সবচেয়ে বড় ম্যাচ মনে করা হয়। তাই বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির লড়াইকে বলা হয় ‘সুপার ক্লাসিকো’। আবার লা লিগার দুই সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার লড়াইকে মনে করা হয় ক্লাব ফুটবলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। যে কারণে এই দুই ক্লাবের লড়াই ফুটবলপ্রেমীদের কাছে ‘এল ক্লাসিকো’ নামে পরিচিত।

এর বাইরে এবার ম্যানচেস্টার সিটি ও রিয়ালের মধ্যকার ম্যাচকে নতুন ক্লাসিকো বলেছেন কার্লো আনচেলত্তি। রিয়াল কোচের এমনটি বলার কারণ হলো- সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগের ফিকশ্চারে নিয়মিতই দুই দলের মুখোমুখি লড়াই হয়। ম্যাচগুলো বেশ জমেও। এই যেমন টানা চতুর্থ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হতে প্রস্তুত দুই দল। আজ মঙ্গলবার রাতেই হবে হাইভোল্টেজ এই ম্যাচ।

আজকের ম্যাচকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে ওঠার পথে নকআউট ম্যাচ। দুই লেগের খেলায় যে দল হারবে, তাদেরকেই বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। অর্থাৎ শিরোপার ধরে রাখতে হলে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানসিটিকে (দুই লেগ মিলিয়ে) হারাতেই হবে রিয়ালকে।

গত কয়েক বছর সিটি ও রিয়াল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে— যেখানে ২০২২ ও ২০২৪ সালে রিয়াল জয়ী হয়েছিল এবং ২০২৩ সালে সিটি জয়লাভ করেছিল। তবে চলতি মৌসুমে হতাশাজনক পারফরম্যান্সের পর নকআউট পর্বের প্লে-অফে মুখোমুখি হচ্ছে দুই দল।

সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে প্রথম লেগে মাঠে নামার আগে আনচেলত্তি বলেন, ‘এখন এটি একটি ক্লাসিকোর মতো মনে হয়। কারণ আমরা অনেক বছর ধরে তাদের বিপক্ষে খেলছি। আমি এখনও মনে করি সিটি ইউরোপের অন্যতম সেরা দল। সিটি এই প্রতিযোগিতায় সেরা কোচ (পেপ গার্দিওলা) নিয়ে মাঠে নামে। এটি সবচেয়ে কঠিন খেলার একটি … । একইভাবে আমরাও প্রতিযোগিতামূলক, যদিও আমাদের জরুরি অবস্থা (ইনজুরির কারণে অনেকেই মাঠের বাইরে) রয়েছে।’

রিয়াল কোচ আরও বলেন, ‘এটি সবচেয়ে কঠিন প্রতিপক্ষ, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ এবং সেরা ম্যানেজার। যে দল পরবর্তী রাউন্ডে যাবে, তাদের টুর্নামেন্টে অনেক দূর যাওয়ার সম্ভাবনা রয়েছে। গত কয়েক বছরে যে দল জিতেছে, তারাই চ্যাম্পিয়নস লিগ জিতেছে।’

সিটি কোচ গার্দিওলাকে প্রশংসায় ভাসান আনচেলত্তি। ইতালিয়ান মাস্টারমাইন্ড বলেন, ‘তিনি (গার্দিওলা) এমন একজন কোচ, যিনি সবসময় তার দলে নতুন কিছু আনার চেষ্টা করেন। দলীয় পজিশন, চাপ তৈরি করা ও পিছিয়ে থেকেও খেলা শুরু করার ক্ষেত্রে তিনি ফুটবলের জন্য অনেক কিছু করেছেন। তিনি একজন উদ্ভাবক। আমি তার প্রতি অনেক শ্রদ্ধা রাখি … ম্যাচটির প্রস্তুতি নেওয়া সবসময় একটি স্বপ্ন।’

বাংলাদেশ সময় রাত ২টায় রিয়ালের মুখোমুখি হবে সিটি।

পূর্ববর্তী নিবন্ধআর্জেন্টিনাকে পেছনে ফেলে সবার ওপরে ব্রাজিল
পরবর্তী নিবন্ধএক টিকিটে ১৪ নাটক