ম্যানসিটিকে হারিয়ে লিভারপুলের কমিউনিটি শিল্ড জয়

স্পোর্টস ডেস্ক : এফএ কাপ জয়ী লিভারপুল প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতেছে। ইংল্যান্ডে নতুন মৌসুমের আগমনী বার্তা দেওয়া এই প্রতিযোগিতায় ২০০৬ সালের পর প্রথমবার বিজয়ী হলো তারা।

ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড, মোহাম্মদ সালাহ ও ডারউইন নুনেজের গোলে ৩-১ এ ম্যাচটি জিতেছে লিভারপুল। লিস্টার সিটির ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে মৌসুমের শুরুতে বিজয় উৎসব করলো ইয়ুর্গেন ক্লপের দল।

২১ মিনিটে গোলমুখ খোলেন আর্নল্ড। থিয়াগো আলকান্তারার ভাসিয়ে দেওয়া বলে সালাহ ইংলিশ রাইট ব্যাককে পাস দেন এবং কোনাকুনি শটে জাল কাঁপান তিনি।

ম্যানসিটির নতুন চুক্তি আর্লিং হাল্যান্ড ভুলে যাওয়ার মতো একটি দিন কাটালেন। পেপ গার্দিওলার দলের তারকা খেলোয়াড় বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন। তবে তাদেরই আরেক নতুন চুক্তি জুলিয়ান আলভারেজ ৭০তম মিনিটে সমতা ফেরান। শুরুতে এটি অফসাইডে বাতিল হলেও ভিএআরে মাঠের সিদ্ধান্ত ঘুরে যায়।

৮৩ মিনিটে ভিএআরের আবারও ব্যবহার হয় এবং এটি লিভারপুলের পক্ষে রায় দেয়। রেফারি ক্রেইগ পওসন মাঠের পাশের মনিটর দেখে জানান, রুবেন দিয়াজ বক্সের ভেতরে নুনেজের হেড হাত দিয়ে নিয়ন্ত্রণ করেছেন। সালাহ রেডদের হয়ে পেনাল্টি গোলে এগিয়ে দেন।

অ্যান্ডি রবার্টসনের পাস থেকে একক প্রচেষ্টায় লিভারপুলের তৃতীয় গোল করেন নুনেজ।

পূর্ববর্তী নিবন্ধমাত্র আট মাস বয়সে পর্দায় অভিষেক হয়েছিল কিয়ারা আদভানির
পরবর্তী নিবন্ধমৎস্য উন্নয়ন করপোরেশনে নতুন চেয়ারম্যান আশরাফ উদ্দিন