পপুলার২৪নিউজ ডেস্ক:জাতীয় দলে যাকে নিয়ে এত সমালোচনা সেই শুভাগত হোম চোধুরী বাংলাদেশ ক্রিকেট লিগে ব্যাটে-বলে একের পর এক ‘ম্যাজিক’ দেখিয়ে চলছেন। ম্যাচে ১০ উইকেট, প্রথম ইনিংসে সেঞ্চুরির ধারাবাহিকতায় দ্বিতীয় ইনিসে ঝলমলে হাফ সেঞ্চুরি করলেন তিনি। তবে ম্যাচসেরার পুরস্কারজয়ী শুভাগতর এমন দাপুটে পারফরম্যান্সেও জিততে পারেনি মধ্যাঞ্চল। ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।
জয়ের জন্য ৯ উইকেটে আরও ২৭২ রান দরকার ছিল মধ্যাঞ্চলের। কিন্তু ১ উইকেটে ৭ রান নিয়ে দিন শুরু করা দলটি ৫ উইকেটে ১৯০ রান করার পর ড্র মেনে নেন দুই অধিনায়ক। ১২৪ বলে ৬টি চারে ৫২ রান করে বিদায় নেন ম্যাচ সেরা শুভাগত। ১৩৮ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারানো মধ্যাঞ্চল ড্র মেনে না নেওয়ার ঝুঁকি নেয়নি।
অন্যদিকে জাতীয় দল থেকে বাদ পড়া রুবেল হোসেন এবং অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা সোহাগ গাজী ২টি করে উইকেট নেন। ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান ১৩ ওভার বল করে ৬টি মেডেনসহ ১৩ রান দিয়ে নেন ১ উইকেট।