ম্যাচসেরা তাওহিদ হৃদয়

স্পোর্টস ডেস্ক : চাপের মুখে দুর্দান্ত এক ইনিংস খেললেন। ৬৪ রানে ৪ উইকেট হারানো দলকে টেনে তুললেন শামীম হোসেন পাটোয়ারীকে সঙ্গে নিয়ে। ফিফটি না পেলেও অপরাজিত থেকে বিজয়ীর বেশেই মাঠ ছাড়লেন হৃদয়।

সিলেটে শুক্রবার ৩২ বলে ৪৭ রানের ক্যারিয়ারসেরা হার না মানা ইনিংস খেলে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এই তরুণই হয়েছেন ম্যাচসেরা।

বাংলাদেশের লক্ষ্য ছিল ১৫৫ রানের। ১০ ওভার যেতেই ৬৪ রানে নেই ৪ উইকেট। আফগানিস্তানের বোলিং শক্তির কথা সবারই জানা। এই ম্যাচ বাংলাদেশের হাত থেকে বুঝি ছুটেই গেলো, মনে হচ্ছিল তখন।

তবে তাওহিদ হৃদয় আর শামীম হোসেন পাটোয়ারী দেখালেন তারুণ্যের শক্তি। চাপের মুখে ভড়কে না গিয়ে দুর্দান্ত এক জুটি গড়লেন তারা। যে জুটিতেই ম্যাচটা চলে আসে বাংলাদেশের দিকে।

হৃদয়-শামীমের জুটিটি ছিল ৪৩ বলে ৭৩ রানের। ২৫ বলে ৪ বাউন্ডারিতে ৩৩ করে শামীম আউট হন। তবে হৃদয় অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। ৩২ বলে ৪৭ রানের ইনিংসে ৩টি চারের সঙ্গে ২টি ছক্কা হাঁকান ডানহাতি এই ব্যাটার।

 

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী ব্যবসায়ী সম্মেলনে যোগ দেবেন আজ
পরবর্তী নিবন্ধহিন্দি সিনেমায় বাংলা লোকগান