পুনের দেয়া ১৬৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেট ও ১ ওভারে হাতে রেখেই জয় পায় পাঞ্জাব। এবারের আইপিএলে প্রথমবারের মতো মাঠে নামে পাঞ্জাব। দলটির নেতৃত্বে রয়েছেন ম্যাক্সওয়েল। আর প্রথম ম্যাচেই সামনে থেকে নেতৃত্বে দিয়ে দলকে জেতালেন এ ডানহাতি ব্যাটসম্যান।
শনিবার দিনের প্রথম ম্যাচে বেন স্টোকস এবং মনোজ তিওয়ারির ঝড়ো ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান করে পুনে।
এদিন টস হেরে ব্যাট করতে নামা পুনের শুরুটা ভালো হয়নি। দলীয় ১ রানে কোনো রান না করেই সন্দ্বিপ শর্মার বলে সাজঘরে ফেরেন মায়াঙ্ক আগারওয়াল। এরপর অধিনায়ক স্টিভ স্মিথ ও আজিঙ্কা রাহানে ৩৫ রানের জুটি গড়েন।
আগের ম্যাচে দারুণ খেলা রাহানে বড় স্কোর করার ইঙ্গিত দিলেও ব্যক্তিগত ১৯ রানে টি নাতারাজানের বলে আউট হন। এরপর ২৬ রান করে মার্কাস স্টইনিসের বলে সাজঘরে ফেরেন স্টিভ স্মিথ। ব্যাট হাতে ব্যর্থ এমএস ধোনি। তিনি মাত্র ৫ রান করে স্বপনিল সিংয়ের বলে আউট হন।
এরপর ব্যাট হাতে তাণ্ডব চালান স্টোকস ও মনোজ তিওয়ারি। তাদের জুটিতে আসে ৬০ রান। ৩২ বলে ৫০ রান করে আকসার প্যাটেলের বলে আউট হন স্টোকস। তার ইনিংসটি ৩টি ছক্কা ও ২টি চারের মারে সাজানো।
এদিন ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেন মনোজ তিওয়ারি। তিনি ২৩ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসটি ২টি ছয় ও ৩টি চারের মারে সাজানো। শেষ দিকে এসে ৮ বলে ১৭ রানের ঝড়ো ইনিংস খেলেন ড্যানিয়েল ক্রিশ্চিয়ান। তিনি সন্দ্বিপ শর্মার বলে আউট হন।
জবাব দিতে নেমে ব্যক্তিগত ১৪ রানে অশোক দিন্দার বলে সাজঘরে ফেরেন ওপেনার মানান ভোরা। এরপর নিজের প্রথম ওভারেই ঋদ্ধিমান শাহকে ফেরান ইমরান তাহির। ঋদ্ধিমান ১৩ রান করে তাহিরের বলে বোল্ড হন।
এরপর ধীর গতিতে ব্যাট করতে থাকেন হাসিম আমলা ও আকসার প্যাটেল। তাদের জুটিতে আসে ৩৪ রান। ২৭ বলে ২৮ করা আমলাকে ফেরান রাহুল চাহার।
নিজের তৃতীয় ওভারের প্রথম বলেই প্যাটেলকে ফেরান তাহির। প্যাটেল ২২ বলে ২৪ রান করেন।
তবে ম্যাক্সওয়েল এবং ডেডিভ মিলার দুজনে মিলে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন। ম্যাক্সওয়েল ২০ বলে ৪৪ এবং মিলার ২৭ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। ৪টি ছক্কা ও ২টি চারে সাজানো ম্যাক্সওয়েলের ইনিংসটি। অন্যদিকে ২টি ছয় ও ১টি চারে মিলার তার ইনিংসটি সাজান।