পপুলার২৪নিউজ প্রতিবেদক:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, সরকার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে এবং মোড়া’য় ক্ষতিগ্রস্তদের সবধরনের সহায়তা দেয়া হবে। চট্টগ্রাম ও কক্সবাজার জেলা এবার ঘূর্ণিঝড়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে প্রায় ২০ হাজার ঘরবাড়ি ভেঙ্গে গেছে। এসব ঘরবাড়ি পুন:নির্মাণে সবধরনের সহযোগিতা করা হবে।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আজ চট্টগ্রাম নেভি হাসপাতাল পরিদর্শনকালে এ কথা বলেন।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল, নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল আবু আশরাফুল হক উপস্থিত ছিলেন। মন্ত্রী চারজনকে চিকিৎসার জন্য দশ হাজার টাকা করে সহায়তা দান করেন।
যে কোন সময়ের তুলনায় এ ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কম হওয়ার কারণ হিসেবে তিনি গণমাধ্যম ও মাঠ প্রশাসনের সক্রিয় ভূমিকার প্রশংসা করে বলেন, এবারের দুর্যোগে জনগণকে সতর্ক করে যথাসময়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসতে গণমাধ্যম ভূমিকা রেখেছে।