নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুতের ঘটনায় করা মামলায় যুবদল নেতা মো. ইখতিয়ার রহমান কবির ও লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. ইমন হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৫ ডিসেম্বর) আসামিদের আদালতে উপস্থিত করে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুল ইসলাম তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল রোববার রাতে তাদের গ্রেফতার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
গত ১৩ ডিসেম্বর ভোর ৪টার দিকে গাজীপুরে ভাওয়াল রেলস্টেশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় একজন নিহত ও অন্তত সাতজন আহত হন।
পরদিন ১৪ ডিসেম্বর বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী পরিচালক আশ্রাফুল আলম খান বাদী হয়ে ঢাকা রেলওয়ে থানায় মামলা দায়ের করেন।