স্পোর্টস ডেস্ক : অনুশীলনের সময় বলের আঘাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মোস্তাফিজুর রহমানের মাথা ফেটে যায়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। স্বস্তির বিষয় সিটিস্ক্যানে গুরুতর কিছু ধরা পড়েনি। আপাতত পাঁচ সেলাই দিয়ে এই পেসারকে রাখা হয়েছে পর্যবেক্ষণে।
বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ, ‘মোস্তাফিজের সিটি স্ক্যান রিপোর্ট ভালো। কোন ইন্টারনাল ইনজুরি নেই। কিন্তু যেহেতু হেড ইনজুরি, সে ২৪ ঘন্টা পর্যবেক্ষণে থাকবে।’
চোট কতটা গুরুতর? এমন প্রশ্নে বিসিবির মেডিকেল বিভাগ জানায়, অভ্যান্তরীণ কোনো চোট নেই, যা যাছে বাইরে। সেলাই শুকাতে লাগতে পারে সপ্তাহখানেকের মতো।
‘না খেলতে পারার কিছু নেই। তবে বিষয়টা হেড ইনজুরির যেহেতু…এমনিতে সাধারণত সেলাই থাকলে তো আমরা ৪-৫ দিন নিষেধ করি। সেটা এখন মূল বিষয় নয়। এখন মাথার ইনজুরিটা পার হলে সেটা দেখা যাবে। কনকাশনের ব্যাপারটা আগে স্পষ্ট হোক, তারপর দেখব। আপাতত স্ক্যানটা ভালো, এটাই বড় কথা।’
বিসিবি মেডিকেল বিভাগের কথায় স্পষ্ট সেলাই শুকালে কনকাশনের জটিলতা না থাকলে এই বিপিএলেই মাঠে নামতে পারবেন। রোববার (১৮ ফেব্রুয়ারী) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় এই ঘটনা ঘটে। সকাল ১০টা থেকে কুমিল্লা অনুশীলন করছিল। সেখানেই বলের আঘাত পান দলের গুরুত্বপূর্ণ এই পেসার।
এর আগে মোস্তাফিজ আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও এস এম জাহিদুল ইসলাম সজল। দলের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, মোস্তাফিজের সিটিস্ক্যান করা হয়েছে। অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়নি। এখন তার মাথায় সেলাই দেওয়া হচ্ছে। আপাতত নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন এই পেসার।
নেটে বোলিং করে পুনরায় বোলিং মার্কে ফিরছিলেন মোস্তাফিজ। এ সময় কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ডাকে সাড়া দিয়ে মাথা ঘুরাতেই এক ব্যাটসম্যানের বল এসে আঘাত করে কপালে। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন তিনি।
কুমিল্লার বোলিং লাইনে অন্যতম শক্তি মোস্তাফিজ। ডেথ ওভারে কার্যকরী বোলিং করে প্রায় ম্যাচেই দলকে রাখতেন সুবিধানজনক অবস্থায়। এখন পর্যন্ত আসরে ৯ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট।