মোস্তাফিজের টেস্ট খেলা না খেলা ‘পারসোনাল চয়েজ’: অ্যালান ডোনাল্ড

স্পোর্টস ডেস্ক : টেস্ট খেলায় মোস্তাফিজুর রহমানের অনাগ্রহের বিষয়টি নতুন কিছু নয়। বিসিবিকে তিনি বলেই দিয়েছেন, যেন লাল বলের ক্রিকেটে তাকে বিবেচনায় না রাখে। এজন্য টেস্টের কেন্দ্রীয় চুক্তিতে সইও করেননি বাংলাদেশের বাঁহাতি পেসার। কিন্তু বিসিবি তাকে চায় সাদা পোশাকে খেলাতে। বিশেষ করে তাসকিন আহমেদ, শরিফুল ইসলামরা যখন সব ফরম্যাটে খেলছেন, তাদের সঙ্গে মোস্তাফিজকেও পেতে চাইছে বোর্ড।

বিসিবি সভাপতি নাজমুল হাসান স্পষ্ট করে বলেছেন, কেন্দ্রীয় চুক্তিই সব নয়! দেশের হয়ে প্রয়োজনে খেলতেই হবে। গত কয়েক দিন ধরেই টেস্ট ক্রিকেটের সঙ্গে মোস্তাফিজের ‘বিরূপ সম্পর্ক’ আলোচনায়। দেশের ক্রিকেটের প্রতি তার নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন বিসিবি পরিচালক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তবে বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের দর্শন ভিন্ন, এসব বিষয় খেলোয়াড়দের ব্যক্তিগত পছন্দের ওপর নির্ভর করে মনে করেন তিনি।

দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি মতে, মোস্তাফিজের টেস্ট খেলা না খেলা ‘পারসোনাল চয়েজ।’ বৃহস্পতিবার ডোনাল্ড গণমাধ্যমের কাছে বলেছেন, ‘মোস্তাফিজের টেস্ট খেলার বিষয়টি সম্পর্কে বলা কঠিন। তারা একটি পথ বেছে নিতেই পারে। ইংল্যান্ডের ডিরেক্টর অব ক্রিকেট বলেছিলেন, ক্রিকেটাররা একসময় ১২ মাস খেলার জন্য প্রস্তুত ছিল, এখন সেটা কমে ৯ মাস। মোস্তাফিজের ব্যাপারটাও ব্যক্তিগত পছন্দ। আমরা এটা নিয়ে বোধহয় তার সাথে কথা বলতে পারি। এটা পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার।’

ডোনাল্ড আরো বলেছেন, ‘২০০৯ সালে যখন প্রথমবার আন্দ্রে রাসেলকে নাইটসে (দক্ষিণ আফ্রিকার ঘরোয়া দল) হয়ে খেলতে দেখলাম, আমি মনে করেছিলাম সে পৃথিবীর সেরা খেলোয়াড়। ১৫০ কিলোমিটার গতিতে বল করতো, ১১০ মিটার ছক্কা হাঁকাতো। তবে তার শরীর টেস্ট ক্রিকেটের জন্য ছিল না। তাই সে সীমিত ওভারকেই বেছে নিয়েছে। এটা যার যার ব্যক্তিগত পছন্দ। আমি মনে করি এটা মোস্তাফিজেরও পারসোনাল চয়েজ।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মোস্তাফিজের টেস্ট অভিষেক ২০১৫ সালে, ২৬ বছর বয়সী এই পেসার মাত্র ১৪ ম্যাচ খেলেছেন। করোনা মহামারি শুরু হলে বায়ো-বাবলের কারণে তাকে টেস্ট দলে বিবেচনা করতে নির্বাচকদের মানা করেছেন। এর আগেও বিভিন্ন কারণে টেস্ট দলে থাকতে চাইতেন না তিনি। ইনজুরির ধকল তো রয়েছেই। এখন টেস্ট খেলতে চাইছেন না ওয়ার্কলোড কমাতে।

তবে ছেলেরা ভালো করছে, এখন ওয়ার্কলোড নিয়ে ডোনাল্ড খুব একটা চিন্তিত নন, ‘আমি মোস্তাফিজের অনেক বড় ভক্ত। আমি মনে করি সাদা বলে সে দারুণ এক বোলার। আমি রোমাঞ্চিত হওয়ার একটা কারণ হলো, এখনকার ছেলেরা সঠিক প্রশ্নটা করে, তারা শিখতে চায়। সাদা বলের কথায় যদি আসি, সামনে বিশ্বকাপ আছে, তাই আমাদের আবার একটু লাগাম টানতে হবে। ওয়ার্কলোড নিয়ে আমি চিন্তিত নই। ছেলেরা ভালোই তো করছে।’

 

পূর্ববর্তী নিবন্ধপ্রশংসায় ভাসছে ফারহান ও পায়েলের ‘ভুলোনা আমায়’
পরবর্তী নিবন্ধকুষ্টিয়ায় বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন