পপুলার২৪নিউজ ডেস্ক:
নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ বল করে ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে উঠে এসেছেন বাংলাদেশের তরুণ পেসার মোস্তাফিজুর রহমান।
ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে ১৯ ধাপ অতিক্রম করে ২৯ নম্বরে উঠে এসেছেন মোস্তাফিজ। আগে তার র্যাংকিং ছিল ৪৮।
সম্প্রতি আইসিসির সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন এ বাম-হাতি পেসার। নিউজিল্যান্ড সিরিজে ২ ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। তাতেই ১৯ ধাপ উপরে উঠে আসলেন মোস্তাফিজ।
ইনজুরির কারণে গত বছরের প্রায় পুরো সময় মাঠের বাইরে ছিলেন তিনি। ঘরের মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি।
প্রায় ৫ মাস পর নিউজিল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন দেশসেরা এ পেসার। সেখানে বল হাতে আগুন ঝরান তিনি।
এদিকে ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে অবনতি হয়েছে মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের। ৫ম স্থান থেকে সাকিব গেছেন ৬ষ্ঠ স্থানে। আর ১০ম স্থান থেকে ১৪তম স্থানে গেছেন মাশরাফি।