মোবাইল এজেন্ট ব্যাংকিং নিরাপত্তায় মুকসুদপুর পুলিশের মতবিনিময় সভা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে মোবাইল ব্যাংকিং এজেন্টদের সাথে লেনদেন ও নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩১ আগষ্ট ) সকালে মুকসুদপুর থানা চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলায় মোবাইল ব্যাংকিং এজেন্ট ব্যবসায়ীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ পুলিশের মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহীনুর চৌধুরী। মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন , থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান মুকসুদপুর প্রেসক্লাব সহসভাপতি সরদার মজিবুর রহমান, থানার সেকেন্ড অফিসার গোবিন্দ লাল দে প্রমুখ।

মুকসুদপুর উপজেলায় মোবাইল ব্যাংকিং এজেন্ট ব্যবসায়ীদের অংশগ্রহণে গোপালগঞ্জের মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: শাহীনুর চৌধুরী উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, মোবাইল ব্যাংকিং একটা গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেন। বর্তমানে ছোট বড় সব ধরনের ক্রাইমে মোবাইল ব্যাংকিং এ লেনদেন হয়। তাছাড়া বিভিন্ন প্রতারক চক্র মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। অচেনা কোন ব্যাক্তি পাঁচ হাজার টাকার বেশি লেনদেন করলে তার ছবি, এনআইড কার্ডের ফটোকপি রাখতে হবে। তাহলে মূল প্রতারণাকারী ধরা পড়বে এবং আপনার ব্যবসায় কোনরুপ আইনি ঝামেলা হবেনা। আপনাদের সচেতনতা বৃদ্ধিতে এই মতবিনিময় সভা করা হয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে বিনামুল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত