পপুলার২৪নিউজ প্রতিবেদক:
দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে ৫২তম বিশ্ব ইজতেমা। রোববার বেলা ১১টার দিকে এ মোনাজাত হবে।
ইতিমধ্যে সকাল থেকে হেদায়েতী বয়ান শুরু হয়েছে। ইজতেমার শীর্ষ মুরুব্বি দিল্লির মাওলানা মোহাম্মদ সা’দ এ হেদায়েতী বয়ান করছেন। বয়ান শেষে তিনিই মোনাজাত পরিচালনা করবেন।
এর আগে ইজতেমার মুসল্লিদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক সংক্ষিপ্ত বয়ান করেন বাংলাদেশের মাওলানা সৈয়দ ওয়াসিফুল ইসলাম।
আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার রাত থেকেই ঢাকা ও আশপাশের এলাকা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দান টঙ্গীর তুরাগ নদীর তীরে আসতে শুরু করেছেন। রোববার সকাল থেকে মুসল্লিদের ঢল নেমেছে।
ইজতেমা ময়দানের আশপাশে এবং ঢাকা-ময়মনসিংহ ও আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়কের যতদূর চোখ যায় শুধু মুসল্লি আর মুসল্লি।
মোনাজাতে অংশ নিতে ঢাকা, গাজীপুরসহ আশপাশের বিভিন্ন জেলার মুসল্লিরা ভোর থেকে টঙ্গীর ইজতেমা ময়দানের দিকে ছুঁটছেন। সাধারণ যানবাহন চলাচল বন্ধ থাকায় তারা শীত-কুয়াশা উপেক্ষা করে পায়ে হেঁটে আসছেন। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মুসল্লিদের আগমন অব্যাহত থাকবে।
অনেকই যানবাহনের বিড়ম্বনা এড়াতে দু’একদিন আগেই টঙ্গীতে আত্মীয়-স্বজনদের বাড়ি কিংবা হোটেলে অবস্থান নিয়েছেন।
আখেরি মোনাজাতের জন্য রোববার আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানাসহ বিভিন্ন অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে।
দ্বিতীয় পর্বে শুক্রবার থেকে চিল্লাবদ্ধ ১৭ জেলার কয়েক লাখ মুসল্লি ইজতেমাস্থলের নির্ধারিত খিত্তায় অবস্থান নেন।
এদিকে আখেরি মোনাজাত উপলক্ষে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পাঁচ স্তরে নিরাপত্তার ব্যবস্থার পাশাপাশি অতিরিক্ত সদস্য মোতায়েন রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ।
মোনাজাতে বিশেষ ট্রেন ও বাস
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেয়ার জন্য রোববার সকাল থেকে ১৪টি বিশেষ ট্রেন যাতায়ত করবে। ১১১টি ট্রেন টঙ্গী রেল স্টেশনে যাত্রাবিরতি করবে।
এছাড়া ২২৮টি বিআরটিসি বাস ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নেয়া মুসল্লিদের যাতায়তের জন্য চলাচল করবে।
বিদেশী মুসল্লি
বিশ্ব ইজতেমা সূত্র জানায়, ইজতেমার দ্বিতীয় পর্বে ৯৫টি রাষ্ট্রের ৬ হাজার ৩৬০ জন মুসল্লি যোগ দিয়েছেন।
এবার ইজতেমার প্রথম পর্ব শুরু হয় ১৩ জানুয়ারি। আর ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্ব শেষ হয়। প্রথম পর্বে ১৭টি জেলা অংশ নিয়েছিল। দ্বিতীয় পর্বেও ১৭টি জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন।