মোদির জয় চেয়ে নদীর ধারে ৫৩২ নারীর যজ্ঞ

পপুলার২৪নিউজ ডেস্ক:

আসন্ন লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় চেয়ে যজ্ঞ করছেন ৫৩২ জন নারী।গুজরাটের সুরাটে কাপোদারা এলাকায় সিদ্ধ কুটিরে তাপি নদীর ধারে এ যজ্ঞ চলছে। খবর এনডিটিভি।

জাতীয় নির্বাচনে বিশাল ব্যবধানে মোদির জয় নিশ্চিতের জন্য শনি দেবতাকে তুষ্ট করতেই এই যজ্ঞ। শনিবার শুরু হওয়া এই যজ্ঞ শেষ হবে আজ রোববার। এতে প্রধানমন্ত্রী মোদির জন্য ‘১০৮ শনি মহাযজ্ঞ’ করছেন গুজরাটের নারীরা।

মহাযজ্ঞের কর্তব্যে থাকা ‘নরেন্দ্র মোদি বিচার মঞ্চ’ সংস্থার প্রধান রেখা রাওয়াল বিষয়টি নিশ্চিত করে জানান, ‘শনি মহাযজ্ঞে ৫৩২ জন নারী অংশ নিয়েছেন। তারা তাপি নদীর ধারে বসে দুদিনের এই যজ্ঞে প্রার্থনা করছেন, যা আজ শেষ হবে।

তিনি আরও জানান, প্রতিবন্ধীরাও নারীদের সঙ্গে এই যজ্ঞে অংশ নিচ্ছে। এছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রমে জড়িত নারীরাও এই রীতিতে যোগ দিচ্ছেন।

প্রসঙ্গত, আগামী ১১ এপ্রিল ভারতের লোকসভা নির্বাচন। এই নির্বাচনেই ঠিক হবে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি ফের ক্ষমতায় আসবে নাকি তার ভরাডুবি হবে প্রথম মেয়াদ পরেই।

পূর্ববর্তী নিবন্ধমোজাম্বিকে নিহতের সংখ্যা বেড়ে ৪১৭
পরবর্তী নিবন্ধমোবাইলে প্রেম, থানায় বিয়ে