২০১৭ সালে সারা দেশে ৪২ লাখ ৯৪ হাজার ৮৮৯ জন নতুন ভোটার হয়েছেন। ফলে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩ জন।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করে এ তথ্য জানান কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ।
এ সময় তিনি বলেন, কারও আপত্তি থাকলে আগামী ১৭ জানুয়ারির মধ্যে জানাতে হবে। সব ধরণের অভিযোগ নিষ্পত্তি করে আগামী ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
নতুন ভোটারদের মধ্যে নারী ১৬ লাখ ৯৯ হাজার ৬২২ জন। আর পুরুষ ভোটার ১৬ লাখ ৩২ হাজার ৯৭১ জন। বাকি ৯ লাখ ৬২ হাজার ২৯৬ জন ভোটারের তথ্য আগে সংগ্রহ করা হয়েছিল। এবারের খসড়া তালিকায় তাদের নামযুক্ত করা হয়েছে। এছাড়া ভোটার তালিকা হালনাগাদের সময় ১৭ লাখ ৪৮ হাজার ৯৩৪ জন মৃত ভোটারের নাম তালিকা থেকে কাটা হয়েছে।
হেলালুদ্দীন আহমেদ বলেন, নতুন ভোটাররা এখনই কোনো জাতীয় পরিচয়পত্র পাবেন না। তাদের ২০১৮ সালের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে।