মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা

 

করোনাভাইরাস সংক্রমণ, শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় রাজধানীসহ সারা দেশে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার (৩১ মার্চ) বিআরটিএ’র এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

বিআরটিএ’র আদেশে বলা হয়েছে, চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে আগামী ২ সপ্তাহের জন্য রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে এই সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, করোনা সংক্রমণ ঠেকাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত (আপাতত দুই সপ্তাহ) রাইড শেয়ারিং সার্ভিসে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিআরটিএ’র উপপরিচালক (প্রকৌশল শাখা) বিমলেন্দু চাকমা স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবইমেলার সময় কমলো আড়াই ঘণ্টা
পরবর্তী নিবন্ধকরোনায় আরও ৫২ জনের মৃত্যু, শনাক্ত ৫৩৫৮